BRAKING NEWS

ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে মাসুদের পাশে বসলেন সিধু, দেশজুড়ে বিতর্ক

ইসলামাবাদ ও শ্রীনগর, ১৮ আগস্ট (হি.স.): গোলাপি টাই, গোলাপি পাগড়ি ও গাঢ় নীল রঙের সু্যট পরে শুক্রবারই পাকিস্তানে পৌঁছে যান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত্ সিং সিধু| বাইশ গজের বন্ধুর জন্য কাশ্মীরি শালও নিয়ে গিয়েছেন সিধু| আর শনিবার ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে গোলাপি রঙের পাগড়ি ও নীল রঙের সু্যট পরে উপস্থিত ছিলেন সিধু| বাইশ গজের বন্ধু ইমরান খান যখন পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করছিলেন, সেই সময় পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর প্রেসিডেন্ট মাসুদ খানের পাশেই বসেছিলন সিধু| আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত|
পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে নভজ্যোত্ সিং সিধুর বসা নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে| এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর কংগ্রেস প্রধান গুলাম আহমেদ মীর বলেছেন, ‘তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এবং একজন মন্ত্রী| শুধুমাত্র তিনিই উত্তর দিতে পারেন| তবে হ্ঁযা, এক্ষেত্রে তিনি এড়িয়ে যেতে পারতেন|’ বাইশ গজের আঙিনা কাঁপিয়ে এবার নতুন ইনিংস শুরু করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান| শনিবার পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেন| পাক প্রধানমন্ত্রী পদে ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত্ সিং সিধু ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, ইমরান খানের স্ত্রী ৱুশরা মানেকা প্রমুখরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *