BRAKING NEWS

নাকা চেকিংয়ের পুলিশের জালে ১০২টি মোবাইল ফোন

জলপাইগুড়ি, ১৫ আগস্ট (হি.স.) : জলপাইগুড়ি টাউন স্টেশনের কাছে নাকা চেকিংয়ের সময় তিনজনের  কাছ থেকে  ১০২টি মোবাইল ফোন উদ্ধার করল জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ ওইতিনজনকে গ্রেফতার করেছে। আগামীকাল  বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। মোবাইল ফোনগুলি চোরাই কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতরা মুর্শিদাবাদের বাসিন্দা। তারা হল হাসেম শেখ (৩৬), নুরশেদ শেখ (২৬) ও সুখচাঁদ শেখ(৩২)। নুরশেদ ও হাসেমের বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুরে। আর সুখচাঁদের বাড়িমুর্শিদাবাদের মাউনপাড়ায়। জলপাইগুড়ি  কোতয়ালি  থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, \”থানার এএসআই বিপ্লব সরকার জলপাইগুড়ি টাউন  স্টেশনের  কাছে  নাকা চেকিংয়ের সময় ওইতিনজনের কাছ থেকে ১০২টি মোবাইল ফোন উদ্ধার করেন। ধৃতরা এতগুলো  মোবাইল  ফোন  কোথা থেকে পেল তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।\”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *