BRAKING NEWS

কেরলের বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগজনক, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

তিরুবনন্তপুরম, ১৬ আগস্ট (হি.স.): কেরলের বন্যা পরিস্থিতি ক্রমশই চিন্তা বাড়াচ্ছে| কেরল সরকারের পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারও| ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| কেরল সরকারকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী| প্রশাসন সূত্রে খবর, বন্যায় এখনও পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে কেরল জুড়ে| মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা প্রবল| লাগাতার ভারী বৃষ্টির জেরে বৃহস্পতিবারই কোঝিকোড় জেলার ওরকাদাভুতে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে দু’টি শিশুর| গৃহহীন দেড় লক্ষ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন| বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ রেলওয়ের পরিষেবা| বন্ধ করে দেওয়া হয়েছে কোচি মেট্রো পরিষেবাও|
কেরলের বন্যা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ‘রাজ্যের বন্যা পরিস্থিতি খুবই খারাপ| বহু গ্রাম বন্যা কবলিত| প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে, প্রত্যেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন| শীঘ্রই আরও হেলিকপ্টার নামানো হবে|’ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কে জে আলফন্স জানিয়েছেন, ‘কেরলের ১২টি জেলা বন্যা কবলিত| উদ্ধারকার্য চালাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, ভারতীয় বায়ুসেনা, উপকূলরক্ষী বাহিনী এবং এনডিআরএফ| লাগাতার বৃষ্টির জেরে জলস্তর আরও বাড়তে পারে|’ বন্যার ফলে চারদিনের জন্য, ৱুধবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকছে কোচি বিমানবন্দর| কোচি বিমাবন্দরের রানওয়ে পুরোপুরি জলের তলায়| তাই ওঠানামা করতে পারছে না কোনও বিমান| বেশ কিছু বিমানকে কোঝিকোড় ও তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করানো হচ্ছে| বন্ধ করে দেওয়া হয়েছে কোচি মেট্রো পরিষেবাও| এছাড়াও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে কন্নুর ও ম্যাঙ্গালোর থেকে কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বাস সার্ভিস আপাতত বন্ধ রাখা হয়েছে| লাগাতার বৃষ্টির কারণে মেদিকেরি-তে বিপদসীমার উপর দিয়ে বইছে কাবেরী নদীর জল| বন্যা বিধ্বস্ত প্রত্যেক ত্রাণ শিবিরে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন| রাজ্যের স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন দুর্গতরা| মালামপুঝাড় সেনাবাহিনীর উদ্যোগে উদ্ধার করা সম্ভব হয়েছে শিশু ও বয়স্ক মানুষ সহ অন্ততপক্ষে ১০০ জনকে| আবার মুন্নার-এ বাসের ভিতরে আটকে পড়েছেন অন্ততপক্ষে ৮২ জন পর্যটক, সমস্ত রুট বন্যায় ধসে গিয়েছে অথবা কাদামাটির ধসে আটকে পড়েছে| আপাতত কেরলে স্কুল, কলেজ ও সরকারি দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *