শ্রীরামপুর(হুগলি), ১৫ আগস্ট (হি.স.) : অপারেশন থিয়েটারের মধ্যে কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের এই ঘটনায় বিক্ষুব্ধ নার্সেরা।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী নার্সের অভিযোগ, অপারেশন থিয়েটারের মধ্যে শ্লীলতাহানি করেন চিকিৎসক অরূপ লাহা। আগেও দু’বার ওই চিকিৎসক তাঁর গায়ে হাত দিয়েছিলেন বলে দাবিতাঁর। তৃতীয় বার ফের একই ঘটনা ঘটায় ওই নার্স হাসপাতালের সুপার কমলকিশোর সিংহের কাছে লিখিত অভিযোগ জানান। তাঁর দাবি, সেই ঘটনার কোন তদন্তই করেননি হাসপাতাল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ কিছু না জানালে, হাসপাতাল সুপারকে এই বিষয় নিয়ে ডেপুটেশান দিতে চান নার্সরা। সুপার জানান, আজ মঙ্গলবার বেলা বারোটায় তাঁর কাছে আসতে। দেড়টার সময়ে সুপার এসে পৌঁছলেবিক্ষোভে ফেটে পড়েন হাসপাতালের নার্সিং স্টাফরা। সুপার তাঁদের জানান, ঘটনার তদন্ত হয়ে সিএমওএইচ অফিসে জমা পড়েছে। যা জানার সেখান থেকে জেনে নিতে হবে।
নার্সদের অভিযোগ, অভিযুক্ত চিকিৎসক অরূপ লাহা জানিয়েছেন, শ্লীলতাহানির শিকার হওয়া ওই নার্স ওটিতে ডিউটি করলে তিনি নাকি অস্ত্রোপচার করবেন না। এই কথা শুনেই চিকিৎসককে ক্ষমাচাইতে হবে, এই দাবিতে সরব হন নার্সেরা। অরূপ লাহা অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পাঁচ বছর এই হাসপাতালে চিকিৎসা করছেন তিনি। এখন উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অভিযোগকরা হচ্ছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষন চক্রবর্তী বলেন, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে।