BRAKING NEWS

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ, জখম দুই জওয়ান

রায়পুর, ১৫ আগস্ট (হি.স.)  ফের ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ৷ ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলায় এই বিস্ফোরণ  ঘটে৷  একটি বোতা মাটির ভিতর পুঁতে রেখেছিল মাওবাদীরা বলে অভিযোগ৷ চাপপড়তেই সেটি সশব্দে ফেটে যায়৷ এই বিস্ফোরণে দুজন আইটিবিপি জওয়ান আহত হয়েছেন৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

আইটিবিপি মিস্ত্রী গ্রামের কাছে তল্লাশি অভিযান চালাচ্ছিল৷ সেই সময়েই এই বিস্ফোরণ ঘটে৷ তীব্রতা বেশি না থাকায় ক্ষতির পরিমাণ বেশি নয়৷ তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ ৭২ তমস্বাধীনতা দিবসের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে, এই তল্লাশি ও নজরদারি অভিযান চলছিল বলে খবর৷ রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার কমলোচন কাশ্যপ বলেন, একটি পেট্রোলিং টিম ঘুরেবেড়াচ্ছিল৷ আচমকাই বিস্ফোরণ ঘটে৷ গ্রামের লাগোয়া জঙ্গলে ঘুরছিল তাঁরা৷ রায়পুর থেকে প্রায় ১৫০ কিমি দূরে এই ঘটনা ঘটেছে৷ মাটিতে পা রাখতেই বিস্ফোরণ হয়৷ আহত হন দুই জওয়ান৷

জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এটি আইইডি বিস্ফোরণ৷ বোমার স্ল্প্রীন্টারের আঘাতে চোট পেয়েছেন আইটিবিপি-র ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের ওই দুই সদস্য৷ তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়েযাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর তাদের রাজনন্দগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এলাকায় চিরুণি তল্লাশি চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *