BRAKING NEWS

প্রয়াত ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডন, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

রায়পুর, ১৪ আগস্ট (হি.স.): প্রয়াত হলেন ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডন| শারীরিক অসুস্থতাজনিত কারণে মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডনকে| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জীবনাবসান হয়েছে তাঁর| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর| রাজ্যপালের সচিব সুরেন্দ্র কুমার জয়সওয়াল জানিয়েছেন, মঙ্গলবার সকালে হঠাত্ই অসুস্থ বোধ করেন রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডন| তড়িঘড়ি তাঁকে রায়পুরের ড. বি আর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃতু্য হয়েছে রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডনের|

ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শোকজ্ঞাপন করেছেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমন সিংও| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডনের প্রয়াণে দুঃখিত| তাঁর পরিবারের প্রতি সমবেদনা|’ শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘ছত্তিশগড়ের রাজ্যপাল, শ্রী বলরামজি দাস ট্যান্ডনের জীবনাবসানে শোকস্তব্ধ| তাঁর পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা|’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও, ছত্তিশগড়ের রাজ্যপালের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং| টুইটার মারফত শোকবার্তায় রমন সিং লিখেছেন, ‘রাজ্যপাল শ্রী বলরামজি দাস ট্যান্ডনকে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি| ওঁনার জীবনাবসান ছত্তিশগড় এবং গোটা দেশের কাছে অপূরণীয় ক্ষতি|’ জনসঙ্ঘের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন বলরামজি দাস ট্যান্ডন| ২০১৪ সালের জুলাই মাসে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি| দীর্ঘ রাজনৈতিক জীবনে পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রীর পদ ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন বলরামজি দাস ট্যান্ডন| ছ’বারের বিধায়ক বলরামজি দাস ট্যান্ডন জরুরি অবস্থার সময়, ১৯৭৫-১৯৭৭ সাল পর্যন্ত হাজতবাসও করেছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *