নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): আর কয়েকদিন পর দেশজুড়ে পালিত হবে রাখিবন্ধন উৎসব। তার আগে খুশির খবর
শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। পণ্য ও পরিষেবা কর বা জিএসটির বাইরে রাখা হল রাখিকে। এমনকি গণেশ চতুর্থী কথা মাথায় রেখে এর সঙ্গে যুক্ত থাকা মূর্তি, হাতে তৈরি জিনিসকে জিএসটির আওয়ার বাইরে রাখা হয়েছে।
রবিবার অর্থমন্ত্রকের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, রাখিবন্ধন উৎসব সামনে আসছে। আমরা জিএসটির থেকে সমস্ত ধরণের রাখিকে ছাড় দিয়েছি। গণেশ চতুর্থীর আগে এই উৎসবের সঙ্গে যুক্ত থাকা মূর্তি, হস্তশিল্প এবং হ্যান্ডলুমের সামগ্রীকে জিএসটি থেকে ছাড় দেওয়া হয়েছে। এইগুলি সমস্তই আমাদের ঐতিহ্য এবং সম্মানের সঙ্গে তা আমাদের তুলে ধরতে হবে।