BRAKING NEWS

এনআরসি ইস্যুতে বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক তরজা অব্যাহত

রায়পুর, ১২ আগস্ট (হি.স.) : অসমে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র পূর্ণাঙ্গ খসড়ায় নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। ভারত সবাইকে আশ্রয় দিয়েছে। আমরা কাউকে তাড়িয়ে দিইনি বলে দাবি রবিবার দাবি করেছেন কংগ্রেস নেতা চরণ দাস মহন্ত। তুমি কি ভারতকে ধর্মশালায় পরিণত চাও? বলে পাল্টা কটাক্ষ মুখ্যমন্ত্রী রমন সিং-এর ।

এদিন কংগ্রেস সাংসদ চরণ দাস মহন্ত জানিয়েছেন, ইন্দিরা গান্ধী সময় হোক বা তার আগে। ভারত সবাইকে আশ্রয় দিয়েছে। আমরা কাউকে তাড়িয়ে দিইনি। কেউ অতিথি হয়ে এসেছে। কেউ গরিব হয়ে এই দেশে এসেছেন। আমাদের উচিত তাদের থাকতে দেওয়া। ওদের সুরক্ষা দেওয়াটা আমাদের কর্তব্য। এর প্রেক্ষিতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিং জানিয়েছেন, তোমরা ভারতকে ধর্মশালায় পরিণত করতে চাইছো? কেউ জোর করে ঢুকে আমাদের সম্পদ ব্যবহার করে নিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। তাদের অবশ্যই ফিরে যাওয়া উচিত। আমি বুঝতে পারছি না কোনওদিকে দেশকে নিয়ে যেতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *