নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): অসমে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)- ইস্যুতে বিরোধীদের নিন্দায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সম্প্রতি দিল্লিতে বিশপদের একটি অনুষ্ঠানে এনআরসি নিন্দায় সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এনআরসি-র জন্য গৃহযুদ্ধ লেগে যেতে পারে। এর উত্তরে শনিবার এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বলেন, যিনি নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন, জনপ্রিয়তা হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, আমাদের প্রতিষ্ঠানের প্রতি যার বিশ্বাস কম তিনিই গৃহযুদ্ধ, রক্তস্নান, দেশকে টুকরো টুকরো করে দেওয়ার কথা বলতে পারে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০৫ সালে সংসদে দাঁড়িয়ে মমতাজি নিজের বক্তব্য রেখেছিলেন। সেই মমতাজি সঠিক ছিলেন নাকি আজকের মমতাজি ঠিক। কংগ্রেসও এনআরসি নিয়ে রাজনীতি করছে। অসম অ্যাকডের মাধ্যমে তিন দশক আগেই এনআরসি-র ভিত্তি তৈরি করা হয়েছিল। জনগণের চাপে পড়ে অসম অ্যাকডে সই করতে বাধ্য হয়েছিলেন রাজীব গান্ধী। তখন থেকে অসম কংগ্রেসকে ভোট দিয়ে এসেছে। কিন্তু কংগ্রেস কিছুই করেনি। মানুষকে বিপথে চালিত করেছে তারা। কংগ্রেস জানত সমস্যা রয়েছে। কিন্তু ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে তারা কিছুই করেনি। আমি সবাইকে আশ্বস্ত করে বলছি কোনও ভারতীয়কে দেশছাড়া হতে হবে না। সুপ্রিম কোর্টের দেখান পথ ধরে এনআরসি গ্রহণ করা হয়েছে। এতে কোনও রাজনীতি নেই, মানুষ রয়েছে। কিন্তু যদি কেউ এতে রাজনীতি করে তবে তা দুর্ভাগ্যজনক। আমাদের কাজ জনগণের ইচ্ছাগুলিকে পূরণ করা।