BRAKING NEWS

লোকসভায় মুজফফরপুর হোম কাণ্ড : সিবিআই তদন্ত ফলপ্রসূ হোক, প্রশানকে পরামর্শ স্পিকারের

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): বিহারের মুজফফরপুর হোম কাণ্ডে ফলপ্রসূ সিবিআই তদন্ত নিশ্চিত করার জন্য প্রশাসনকে পরামর্শ বিহারের দিলেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন।
মুজফফরপুর হোমে ৪০ জন নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে উত্তাল বিহারের রাজনৈতিক মহল। সংসদেও বিষয়টি নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। এই প্রসঙ্গে সোমবার লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন প্রশাসনকে ফলপ্রসূ সিবিআই তদন্ত নিশ্চিত করার জন্য পরামর্শ দিয়েছেন।
এদিন সংসদে কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন, জয়প্রকাশ নারায়ণ যাদব এই বিষয়ে বক্তব্যগুলিকেও গুরুত্ব সহকারে নেওয়া উচিত বলে জানিয়েছেন সুমিত্রা মহাজন। বিষয়টিকে ‘স্পর্শকাতর ’ বলে অভিহিত করে সুমিত্রা মহাজন বলেন গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই সিবিআই করছে। আর তাই এই নিয়ে আর বেশি আলোচনা করা উচিত নয়।
প্রসঙ্গত, এর প্রেক্ষিতে কংগ্রেস এবং আরজেডি সংসদেরা ওয়াকআউট করেন। এর আগে বিরোধীদের হই হট্টগোলের জেরে জিরো আওয়ারে কিছুক্ষণের জন্য সংসদের কাজ মুলতুবি করে দেওয়া হয়। সম্প্রতি মল্লিকার্জুন খাড়গে মুজফফরপুর হোম কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর কৈফিয়ৎ দাবি করেছেন। এদিন সংসদীয় বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, সিবিআই ভাল ভাবে তদন্ত করবে। আর আজ অধ্যক্ষা যা বলেছেন তা স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *