জম্মু, ৬ আগস্ট (হি.স.): জম্মু-র গান্ধী নগর এলাকায় পুলিশের জালে ধরা পড়ল সন্দেহভাজন এক জঙ্গি| ধৃত সন্দেহভাজন ওই জঙ্গির হেফাজত থেকে উদ্ধার হয়েছে আটটি হ্যান্ড গ্রেনেড, এছাড়াও নগদ ৬০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে জম্মু-র গান্ধী নগর এলাকায় একটি বাসে তল্লাশি অভিযান চালানো হয়| তল্লাশি অভিযান চলাকালীন গ্রেফতার করা হয় এক কাশ্মীরি যুবককে| ওই সন্দেহভাজনের হেফাজত থেকে উদ্ধার হয়েছে, আটটি হ্যান্ড গ্রেনেড এবং নগদ ৬০,০০০ টাকা|
জম্মু জোন-এর আইজিপি ড. এস ডি সিং জামওয়াল জানিয়েছেন, ‘রবিবার গভীর রাতে জম্মু-র গান্ধী নগর এলাকা থেকে গ্রেফতার করা হয় এক কাশ্মীরি যুবককে| গ্রেনেড নিয়ে দিল্লিতে যাওয়ার ছক কষছিল ওই যুবক| দিল্লিতে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড করার চক্রান্ত ছিল ওই কাশ্মীরি যুবকের|’
গোয়েন্দা সূত্রের খবর, চলতি বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে| সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে লস্কর-ই-তৈবা (এলইটি), জইশ-ই-মহম্মদ (জেইএম) এবং হিজাবুল মুজাহিদিন| সন্ত্রাসবাদী হামলা রুখতে তত্পর প্রশাসনও| রবিবার রাতে সন্দেহভাজন ওই জঙ্গি গ্রেফতার হওয়ার পর থেকেই জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে| ধৃত কাশ্মীরি যুবককে জেরা রবে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল|