কলকাতা, ৩ আগস্ট (হি. স.): আগামী ৭ আগস্ট সারা দেশে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া রোড ওয়ার্কার্স কোঅর্ডিনেশন কমিটি। এ রাজ্যের বামপন্থী শ্রমিক নেতারা জানিয়েছেন, এ কারণে এ রাজ্যও পণ্য ও যাত্রী-পরিষেবা মার খাবে।
শুক্রবার সিটু-র রাজ্য সভাপতি এবং সড়ক পরিবহণ ফেডারেশনের রাজ্যের সাধারণ সম্পাদক সুভাষ মুখোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়ে বলেন, সরকারী এবং বেসরকারী- সব ক্ষেত্রের শ্রমিকরাই এতে অংশ নেবেন | বিভিন্ন মালিক সংগঠনও এতে অংশ নেওয়ার আশ্বাস নিয়েছে |
সিটু ছাড়াও এআইটিইউসি, ইউটিইউসি, আইএনটিইউসি, টিইউসিসি এবং হিন্দ মজদুর সভা-র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ দিনের সাংবাদিক সম্মেলনে | এ দিন ছিলেন রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহুও | তাঁরা জানান, মোটর ভেহিক্যালস একট এমেন্ডমেন্ট বিল লোকসভায় পাশ হলেও নিয়ে রাজ্যসভায় আলোচনা চলছে | এখনও পাশ হয়নি | রোড ট্রান্সপোর্ট সেফটি বিল আমাদের আপত্তির জন্যই কেন্দ্র এখনও পাশ হয়নি |
নয়া আইনে বাসচালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বাধ্যতামূলক করা হচ্ছে। সিটু নেতা রামপ্রসাদ সেনগুপ্ত ‘হিন্দুস্থান সমাচার’-কে এ কথা জানিয়ে বলেন, এমনিতেই বেকার ছেলেরা কাজ পাচ্ছে না | তার অপর শর্ত আরোপ করে তাদের কাজের সুযোগ সঙ্কুচিত করে দিতে চাইছে কেন্দ্র| কোনও চালক দু‘বার দুর্ঘটনা করলে তাঁর লাইসেন্স বাতিলের বিধান রাখা হচ্ছে এতে। লাইসেন্স পুনর্নবীকরণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন কাজ পর্যায়ক্রমে বেসরকারিকরণের কথা বলা হয়েছে এতে। মোটর ভেহিক্যালস অ্যাক্ট এমেন্ডমেন্ট বিল প্রত্যাহার ছাড়াও ধর্মঘটিদের দাবিগুলির মধ্যে আছে থার্ড পার্টি বিমার ইন্সিউরেন্সের প্রিমিয়াম হ্রাস, বেসরকারী পরিবহণ শ্রমিকদের আইন অনুযায়ী নিয়োগপত্র, তাঁদের সামাজিক সুরক্ষা বিধির আওতায় আনা, পেট্রোপণ্যের মূল্য হ্রাস, আরটিএ ও পুলিশী হয়রানি বন্ধ করা প্রভৃতি|