বিদেশমন্ত্রী হওয়ার পর এই প্রথম, কাজাকাস্তান, কিরগিস্তান এবং উজবেকিস্তান রওনা দিলেন সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): ত্রিদেশীয় সফরের উদ্দেশ্যে রওনা দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| বৃহস্পতিবার সকালে বিশেষ বিমানে ত্রিদেশীয় সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| ত্রিদেশীয় সফরে ২-৫ আগস্ট সেন্ট্রাল এশিয়ার কাজাকাস্তান, কিরগিস্তান এবং উজবেকিস্তান যাবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| ত্রিদেশীয় সফরে সর্বপ্রথম রিপাবলিক অফ কাজাকাস্তান যাবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, এরপর ৩-৪ আগস্ট কিরগিস্তান যাবেন সুষমা| সবশেষে ৪-৫ আগস্ট উজবেকিস্তান যাবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ|

২-৩ আগস্ট কাজাকাস্তান সফরে গিয়ে রিপাবলিক অফ কাজাকাস্তান-এর বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সুষমা স্বরাজ| এছাড়াও কাজাকাস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে সুষমা স্বরাজের| ত্রিদেশীয় সফরে কাজাকাস্তানের পর কিরগিস্তান এবং উজবেকিস্তান যাবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| প্রসঙ্গত, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী হওয়ার পর এই প্রথম সেন্ট্রাল এশিয়ার কাজাকাস্তান, কিরগিস্তান এবং উজবেকিস্তান রওনা দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ|