নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র পূর্নাঙ্গ খসড়া প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বুধবারও রাজনৈতিক বিতর্ক অব্যাহত। মুখ্যমন্ত্রী মন্তব্যের কড়া নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী হিংসায় উস্কানি দিয়েছেন। তাঁর করা গৃহযুদ্ধ মন্তব্যের কড়া নিন্দা করছি বলে জানান কিরেন রিজিজু। পশ্চিমবঙ্গে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে দাবি রূপা গাঙ্গুলির।
জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র পূর্ণাঙ্গ খসড়া রিপোর্ট অসমে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে জোরালো হয়েছে রাজনৈতিক তরজা। মঙ্গলবার এনিয়ে উত্তপ্ত ছিল দিল্লি। রাজ্যসভায় বিজেপি সভাপতি অমিত শাহের বক্তব্যের পর রাজধানীর বুকে বিশপদের এক সম্মেলনে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এনআরসি-র নাম করে অসমে কি হচ্ছে? বাঙালি ছাড়াও, সংখ্যালঘু, বিহারি সহ ৪০ লক্ষ মানুষ যারা গতকালও শাসকদলকে ভোট দিয়েছিল। আর আজ তারা নিজের দেশের উদ্বাস্তু হয়ে গেলো? অসমে বিভাজন করে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। অসমের সিংহভাগ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের নিন্দায় বুধবার মুখর হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। বুধবার তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। এইরকম ধরণের মন্তব্য তার একেবারে শোভা পায় না। তিনি হিংসায় উস্কানি দিয়েছেন। তাঁর(মুখ্যমন্ত্রী) ‘গৃহযুদ্ধে’-র মন্তব্যের নিন্দা করছি।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর এরকম ধরণের মন্তব্যের নিন্দা করেছেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বহু অনুপ্রবেশকারী রয়েছে তা কি তিনি জানেন? পশ্চিমবঙ্গে যা হচ্ছে তা গৃহযুদ্ধ বা রক্তস্নান থেকে কি কম?পশ্চিমবঙ্গে প্রতিদিন বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে।