BRAKING NEWS

আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর

নয়াদিল্লি,১ আগস্ট (হি.স.) : আইএনএক্স মিডিয়া মামলায় প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। ইডি ও সিবিআই-এর দায়ের করা মামলায় তাঁর ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত।

৩০৫ কোটি টাকার আইএনএক্স মিডিয়ায় মামলায় প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর | বুধবার দিল্লি হাইকোর্টের এই রায়ের ফলে ইডি ও সিবিআই তাঁকে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার করতে পারবে না | এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি এ কে পাঠক চিদম্বরমের গ্রেফতারের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে ইডি-কে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন ।

আজ শুনানির সময় সিবিআই-এর আইনজীবী জানান, তাঁরা ইতিমধ্যেই জবাব দিয়েছেন। তাই এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি অল্পদিনের মধ্যেই হওয়া উচিত। কিন্তু বিচারপতি পাঠক বলেন, বিচারপতির সংখ্যা কম হওয়ায় তাঁদের উপর চাপ বেড়ে যাচ্ছে। তাই দ্রুত শুনানি সম্ভব নয়। সরকারকে বিচারপতি নিয়োগেরও পরামর্শ দেন তিনি। চিদম্বরমের আইনজীবী রমেশ গুপ্তও বলেন, সরকার বিচারপতি নিয়োগ করছে না। ফলে মামলার চাপ বেড়ে যাচ্ছে।

উল্লেখ্য, ৩,৫০০ কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি এবং ৩০৫ কোটি টাকার আইএনএক্স মিডিয়ায় মামলায় চিদম্বরমের ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। ইউপিএ-১ সরকারের আমলে এই দু’টি চুক্তি হয়। সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন চিদম্বরম। তিনি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

এই মামলায় এর আগে গত ২৫ এপ্রিল আজ ১ আগস্ট পর্যন্ত চিদম্বরমের আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট। এরপর ফের আদালতের আজকের সিদ্ধানের ফলে আবারও স্বস্তিতে পি চিদম্বরম |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *