BRAKING NEWS

আবারও সন্ত্রাসী হামলার আতঙ্ক, পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা

শ্রীনগর, ৯ জুলাই (হি.স.): ভূস্বর্গে আবারও সন্ত্রাসী হামলার ‘আতঙ্ক’| সোমবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| সৌভাগ্যবশত গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| গ্রেনেড হামলা চালানোর পরই সন্ত্রাসবাদীরা পালিয়ে যায়| জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী |

সিআরপিএফ-এর পদস্থ এক কর্তা জানিয়েছেন, সোমবার সকালে ত্রালের প্রধান শহরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৮০ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্প লক্ষ্য করে রাইফেল গ্রেনেড নিক্ষেপ করে সন্ত্রাসবাদীরা| গ্রেনেডটি বিস্ফোরিত হলেও, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা চিরুনি তল্লাশি চালাচ্ছে সিআরপিএফ ও পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *