BRAKING NEWS

সাধারণ ধর্মঘটের জেরে জনজীবন বিপর্যস্ত কাশ্মীরে

শ্রীনগর, ৭ জুলাই (হি.স.): বিচ্ছিন্নতাবাদীদের ডাকা সাধারণ ধর্মঘটের জেরে শনিবার জনজীবন বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরে। উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জয়েন্ট রেসিস্টেন্স লিডারশিপ এই সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এদিন বনধের জেরে কার্যত অচল হয়ে পড়ে কাশ্মীর। রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র লালচকের সমস্ত দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকে। এছাড়াও হরিসিং হাই স্ট্রিট, রিগ্যাল চক, বাটমালু, ডালগেট, রেসিডেন্সি রোড, মৌলানা আজাদ রোড, গাঁও কদল, ইকবাল পার্ক এবং গোনিখান যান চলাচল বন্ধ ছিল, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও বন্ধ ছিল। শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদের সামনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল।
উত্তর কাশ্মীরের বারামুলা, দক্ষিণ কাশ্মীরের ত্রাল, মধ্য কাশ্মীরের বাদগাঁম, গান্দেরবালে এই বনধের প্রভাব পড়ে। এই বনধের জেরে ট্রেন পরিষেবা ব্যহত হয় ।আগামীকালেও এই ধর্মঘট জারি থাকবে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন দুখতারান-ই-মিলাতের প্রধান আসিয়া আন্দ্রাবির এবং তার দুই সহযোগীকে কাশ্মীর থেকে গ্রেফতার করে দিল্লির স্থানান্তর করার জন্য এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার জন্য আসিয়া আন্দ্রাবির এবং তার দুই সহযোগীকে কাশ্মীর থেকে দিল্লি স্থানান্তর করে এনআইএ। অন্যদিকে যে বিচ্ছিনতাবাদী সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে এদিন সেই জয়েন্ট রেসিস্টেন্স লিডারশিপের সঙ্গে যুক্ত রয়েছেন সৈয়দ আলি শাহ গিলানি, মীরওয়াজ মৌলবী ওমর ফরুক এবং মহম্মদ ইয়াসিন মালিক। এরা প্রত্যেকেই এখন গৃহবন্দি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *