BRAKING NEWS

মহিলাকে চেম্বারেই ধর্ষণের চেষ্টা, ডাক্তারকে গণধোলাই, থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ জুন৷৷ ডাক্তার দ্বারা জনজাতি মহিলাকে ধর্ষণের চেষ্টা৷ চেম্বারেই গণধোলাই৷ আহত ডাক্তারকে থানায় নিয়ে গেলে উত্তেজিত আইপিএফটি সমর্থকরা লকআপ ভেঙ্গে ডাক্তারকে মারধরের চেষ্টা৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে চুড়াইবাড়ি থানা৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার অভিষেক পাল মজুমদারের আবাসনে বালিছড়া গ্রামের জনৈক মহিলা তার অসুস্থ শিশুকে নিয়ে আসে দেখানোর জন্য৷ মহিলাকে একা পেয়ে প্রথমে ঐ ডাক্তারবাবু কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ৷ সেই সাথে মহিলারে শরীরে হাত চালায় এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ৷ এই উপজাতি মহিলা কোনওমতে ডাক্তারের খপ্পর থেকে নিজ সন্তানকে নিয়ে আসে৷ তারপর বিষয়টি গ্রামবাসীকে জানায়৷ মহিলার বক্তব্য শুনার পর গ্রামের আরেক মহিলা জানায় গত চার জুন ঐ ডাক্তার নাকি তাকে ধর্ষণ করে৷ মহিলা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলেনি৷
গ্রামবাসীরা একজোট হয়ে ডাক্তার অভিষেক পাল মজুমদারের চেম্বারে হামলা চালায়৷ মোদ্দা কথায় ডাক্তারকে গণধোলাই দেওয়া হয়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে চুড়াইবাড়ি থানার পুলিশ৷ গুরুতর আহত অবস্থায় ঐ ডাক্তারকে থানায় নিয়ে আসে৷ আইপিএফটির ক্ষুব্ধ কর্মী সমর্থকরা থানায় পৌঁছে৷ বিক্ষোভ দেখাতে শুরু করে৷ তাদের দাবি ডাক্তারকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য৷ প্রথমে মহকুমা পুলিশ অধিকারীক দিপঙ্কর পালের সাথে আইপিএফটির একটি প্রতিনিধি দল দেখা করে৷ শান্তিপূর্ণভাবেই আলোচনা চলছি৷ অভিযুক্ত ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তারা৷ কিন্তু হঠাৎই আইপিএফটি সমর্থকরা থানার লোহার গ্রীল ভেঙ্গে লকআপে রাখা ডাক্তারকে তুলে আনতে চেষ্টা চালায়৷ পুলিশ তৎপর হওয়ায় রক্ষা৷ পরিস্থিতি বেগতিক দেখে বিশাল সংখ্যায় টিএসআর বাহিনী থানায় মোতায়েন করা হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুপার মানিক লাল দাস৷ গোটা থানা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়৷ পরবর্তী সময়ে আইপিএফটির নেতৃত্বদের সাথে আলোচনায় বসে পুলিশ সুপার এবং আশ্বাস দেন অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তারপর পরিস্থিতি শান্ত হয়৷ এদিকে, গণধোলাইয়ে আহত ডাক্তারকে কদমতলা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে৷ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতালে তার চিকিৎসা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *