BRAKING NEWS

স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন দশ হাজার টাকা ও ই-স্ট্যাম্প মন্ত্রিসভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ আগে তা ছিলো ১ হাজার টাক৷ আজ সন্ধ্যায় মহাকরণের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ৷ তিনি জানান, বর্তমানে রাজ্য ১১২ জন এক্রিডেটেট সাংবাদিক রয়েছেন৷ এর মদ্যে ৫৫ বছরের উপরের সাংবাদিক রয়েছেন ৩৭ জন৷ তাদের যখন ৬০ বছর পূর্ণ হবে তখন তারা পেনশন পাবেন৷ এর জন্য সরকারের প্রতিমাসে ব্যয় হবে ৩ লক্ষ ৭০ হাজার টাকা এবং বার্ষিক ব্যয় হবে ৪৪ লক্ষ ৪০ হাজার টাকা৷ তিনি আরও বলেন, তামিলনাড়ুর পর ত্রিপুরা হলো দ্বিতীয় রাজ্য যেখানে সাংবাদিকদের এই হারে পেনশন দেওয়া হবে৷ এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে ই-স্ট্যাম্পিং চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, স্বচ্ছতা ও জনস্বার্থে মন্ত্রিসভা এই পলিসি চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ বর্তমানে ২০ টি রাজ্য রাজ্যে এই ই-স্ট্যাম্পিং চালু রয়েছে৷ ত্রিপুরা হবে ২১তম রাজ্য যেখানে ই-স্ট্যাম্পিং চালু করা হবে৷ এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে বন দপ্তরের প্রমোটি রেঞ্জারদের প্রমোশন পাওয়ার ক্ষেত্রে যে হাই স্ট্যান্ডার্ড সার্টিফিকেট ইন রেঞ্জার কোর্স প্রয়োজন হতো তা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর ফলে বন দপ্তরের কর্মচারীদের রেঞ্জার পদ থেকে প্রমোশন পেতে এই সার্টিফিকেটের আর প্রয়োজন হবে না৷ সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজস্ব দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার এবং স্বাস্থ্য দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক৷

এদিকে, মন্ত্রিসভায় সাংবাদিকদের পেনশন দশ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়ায় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *