BRAKING NEWS

মৈনপুরীতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু ১৭ জন যাত্রীর

মৈনপুরী (উত্তর প্রদেশ), ১৩ জুন (হি.স.): সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা| উত্তর প্রদেশের মৈনপুরীতে অকালেই প্রাণ হারালেন অন্তত ১৭ জন বাস যাত্রী| ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| বুধবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে মৈনপুরী জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, মৈনপুরী-এটাওয়াহ রোডের উপর তীরথপুর গ্রামের সন্নিকটে|

মৈনপুরী অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওম প্রকাশ সিং জানিয়েছেন, বুধবার ভোরে রাজস্থানের জয়পুর থেকে ফারুখাবাদ অভিমুখে আসছিল যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| ‘অভিশপ্ত’ বাসটিতে চালক ও খালাসি সহ অন্তত ৬০ জন যাত্রী ছিলেন| যাত্রীদের অধিকাংশই ইটভাটার শ্রমিক| রাজস্থানের রাজধানী জয়পুর থেকে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরছিলেন|

ঘড়ির কাঁটায় ভোর তখন ৫.৩০ মিনিট হবে, মৈনপুরী-এটাওয়াহ রোডের উপর তীরথপুর গ্রামের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারে বেলাগাম গতিতে চলা ওই বাসটি| এরপর মুহুর্তের মধ্যে বাসটি উল্টে যায়| সর্বপ্রথম উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশও| এএসপি ওম প্রকাশ সিং জানিয়েছেন, বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে| কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন| দুর্ঘটনার জেরে পা কাটা গিয়েছে বাসের চালকের| বর্তমানে তিনি সৈফইটাউনের একটি হাসপাতালে চিকিত্সাধীন| বাকি ১৯ জনকে সৈফই এবং মৈনপুরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে|

বাস দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপনের পাশাপাশি আহতদের যাতে যথাযথ চিকিত্সা হয় সে জন্য কর্তব্যরত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউপি-৭৬ নম্বর প্লেটের ওই বাসটির ছাদে যে সমস্ত যাত্রীরা ছিলেন তাঁরাই প্রাণে গিয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *