BRAKING NEWS

শীঘ্রই ধলাই, খোয়াই ও সিপাহীজলায় জেলা আদালত শুরু হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ খুব শীঘ্রই তিনটি জেলা আদালত শুরু হতে যাচ্ছে৷ ধলাই, খোয়াই এবং সিপাহীজলা জেলায় জেলা আদালত স্থাপনের কাজ প্রায় সমাপ্ত৷ প্রশাসনিক সূত্রে জানা গেছে, ধলাই জেলায় আমবাসাতে, খোয়াই জেলায় খোয়াইতে এবং সিপাহীজলা জেলায় আপাতত সোনামুড়াতে জেলা আদালত স্থাপন হচ্ছে৷ আমবাসাতে জেলা আদালত স্থাপনের জন্য নতুন বাড়ি নির্মান করা হচ্ছে৷ খোয়াই ও ধলাই জেলাতেও নতুন বাড়ি নির্মান হচ্ছে৷ কিন্তু, কেবলমাত্র ধলাই জেলায় নবনির্মিত ভবনে জেলা আদালতের উদ্বোধন হবে৷ খোয়াই এবং সিপাহীজলা জেলায় পুরানো বাড়িতে জেলা আদালতের সূচনা হবে৷ সূত্রের খবর, সিপাহীজলা জেলায় আপাতত সোনামুড়ায় পুরানো বাড়িতে জেলা আদালত শুরু করা হবে৷ পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জে পুলিশ সুপার অফিসের পেছনে নির্মিয়মান বাড়ির নির্মান কাজ সমাপ্ত হওয়ার পর সেখানে জেলা আদালত স্থানান্তরিত হবে৷ খোয়াই জেলার খোয়াইতেও নতুন ভবনের নির্মান কাজ সমাপ্ত হওয়ার পর সেখানে জেলা আদালত স্থানান্তরিত হবে৷

সূত্রের খবর, তিনটি জেলা আদালতে বিচারক ও অন্যান্যদের জন্য গাড়ি ক্রয় করার জন্য অর্থ দপ্তরের কাছে ৭০ লক্ষ টাকা চেয়েছে আইন দপ্তর৷ তাছাড়া আসবাব পত্র ক্রয়ের জন্য চাওয়া হয়েছে ২৬ লক্ষ টাকা৷ সূত্রের দাবি, শুধু কোয়ার্টার নির্মানেই সাড়ে পাঁচ কোটি খরচ হবে৷ পাশাপাশি পুরানো ভবন সংস্কারে ব্যয় হবে সাড়ে চার কোটি টাকা৷ সূত্রে আরো দাবি, নতুন জেলা আদালত স্থাপন হলে কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে৷ সূত্রের খবর, শুধু ধলাই জেলা আদালতের জন্য ৯৭টি পদে লোক নিয়োগ করা হবে৷ তেমনি বাকি দুটি জেলা আদালতেও প্রয়োজন অনুসারে লোক নিয়োগ করা হবে৷ বর্তমানে আমবাসা, খোয়াই ও সোনামুড়ার জেলা আদালতের উদ্বোধনের লক্ষ্যে ভবনগুলিতে নতুন রঙ লাগানোর কাজ চলছে৷ তাই ধারনা করা হচ্ছে, খুব শীঘ্রই শুরু হচ্ছে এই তিনটি জেলা আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *