BRAKING NEWS

উত্তর কর্ণাটকের কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন এস আর পাটিল

বেঙ্গালুরু, ৩ জুন (হি.স.) : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তর কর্ণাটকে কংগ্রেসের খারাপ ফলের জন্য উত্তর কর্ণাটকের কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন এস আর পাটিল।

রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, উত্তর কর্ণাটকে দলের খারাপ ফলাফলের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করলাম। আমি আমার পদত্যাগ পত্র শ্রী রাহুল গান্ধীর কাছে ই-মেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। যদি আমার দল আরও আসন পেতো তবে আমরা একাই সরকার গঠন করতে পারতাম।এস আর পাটিলের পদত্যাগ নিয়ে এখনও কংগ্রেসের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, কংগ্রেসের যেসব মন্ত্রীরা রাজ্য সরকারের দুইবার মন্ত্রী হয়ে গিয়েছেন তাদের এবার দলীয় কাজে লাগানো হবে। উত্তর কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়াই করলেও আশানুরূপ ফল না হয়নি কংগ্রেসের। এস আর পাটিল জানিয়েছেন, দল তাকে যে পদ দেবে সেই পদেই তিনি কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *