BRAKING NEWS

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এইচ ডি কুমারস্বামী

বেঙ্গালুরু, ২৩ মে (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান| অবশেষে বুধবার কর্ণাটকে কংগ্রেস-জেডি (এস) জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন এইচ ডি কুমারস্বামী| পাশাপাশি কর্ণাটকে জোট সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের জি পরমেশ্বর| গত বৃহস্পতিবার কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কৃষক দরদী নেতা হিসেবে পরিচিত বি এস ইয়েদুরাপ্পা| ওই দিন তৃতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন ৭৫ বছর বয়সি বি এস ইয়েদুরাপ্পা| কিন্তু, কর্ণাটকে বিজেপি নাকি কংগ্রেস-জেডি (এস) জোট সরকার গড়বে তা নিয়ে টানাপোড়েনের মাঝেই, আস্থাভোটের প্রাক্কালে পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা| ইয়েদুরাপ্পা পদত্যাগ করার পরই উচ্ছ্বসিত হয়ে পড়ে কংগ্রেস-জেডি (এস) জোট শিবির|

অবশেষে কয়েকদিনের রাজনৈতিক টানাপোড়েন ও জল্পনার পর বুধবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন জেডি (এস)-এর এইচ ডি কুমারস্বামী|বুধবার বিকেলে কর্ণাটক বিধান সৌধে এইচ ডি কুমারস্বামীকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল ভাজুভাই ভালা| পাশাপাশি কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের জি পরমেশ্বর| প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন এইচ ডি কুমারস্বামী| এর আগে ২০০৬-২০০৭ সালে জেডি (এস)-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন কুমারস্বামী| সেবার মাত্র ২০ মাসের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন কুমারস্বামী|

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কুমারস্বামীর শপথগ্রহণকে ঘিরে বুধবার সেজে উঠেছিল কর্ণাটক বিধান সৌধ| শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী,সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তথা লালু-পুত্র তেজস্বী যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, এনসিপি নেতা শরদ পওয়ার প্রমুখরা| মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া| সূত্রের খবর, নব নির্বাচিত কর্ণাটক সরকারে ১২টি দফতর পাচ্ছে জেডি (এস), ২২টি দফতর পাচ্ছে কংগ্রেস| ইতিমধ্যেই কংগ্রেস-জেডি (এস)-এর জোটকে অবৈধ আখ্যা দিয়ে কর্ণাটকের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *