BRAKING NEWS

সভাপতি নির্বাচিত হওয়ার পর তৃতীয় পরাজয়, রাহুল গান্ধীকে কটাক্ষ রাজ্যবর্ধনের

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হতে প্রস্তুত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সোনিয়া পুত্র রাহুল গান্ধীর এই মন্তব্যের ১০ দিনের মধ্যেই দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক হাতছাড়া হল কংগ্রেসের| এমনকি রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার পরাজয়ের মুখে পড়ল কংগ্রেস| এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর| মঙ্গলবার রাহুলকে কটাক্ষ করে রাজ্যবর্ধন বলেছেন, ‘রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারের জন্য পরাজয়| তিনি নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছিলেন| এখন যদি সমস্ত বিরোধী দল একত্রিত হতে চায়, তবে আমাদের পক্ষেও ভালো হবে| দেশের সমস্ত নোংরামি এক সঙ্গে দূরীভূত হবে|’
উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখ সোনিয়া তনয় রাহুল গান্ধী বলেছিলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হতে তিনি প্রস্তুত| রাহুল গান্ধীর এই মন্তব্যের ১০ দিনের মধ্যেই কর্ণাটক হাতছাড়া হল কংগ্রেসের| অন্যদিকে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে অক্সিজেন পেল ভারতীয় জনতা পার্টি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *