BRAKING NEWS

অবিজেপি দল কেন্দ্রে সরকার গঠন করলে বাইরের থেকে সমর্থন করবে সিপিএম : ইয়েচুরি

কলকাতা, ৬ মে (হি.স.): নির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে অবিজেপি দল যদি কেন্দ্রে সরকার গঠন করে সে ক্ষেত্রে বাইরের থেকে সমর্থন করবে সিপিএম ৷ রবিবার একথা জানান, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ বিজেপিকে ঠেকাতেই ইয়েচুরির এই রণ কৌশল বলে মনে করে রাজনৈতিক মহল ৷
২০১৯-এ লোকসভা নির্বাচন প্রসঙ্গে ইয়েচুরি মন্তব্য করেছেন এই মুহূর্তে এমন কোনও আঞ্চলিক দল নেই যার প্রভাব সব রাজ্যেই আছে, বিজেপিকে রুখতে সব আঞ্চলিক দলের জোটবদ্ধ হওয়ার দরকার ৷ তবে যে সমস্ত রাজ্যে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিজেপি এবং কংগ্রেস সে ক্ষেত্রে রণনীতি কী হবে তা অবশ্য পরিষ্কার করেননি সীতারাম ইয়েচুরি ৷ কিছুদিন আগেই হায়দরাবাদের পার্টি কংগ্রেসে বেঙ্গল লাইনের জয় হওয়াতেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যেতে আর কোনও নীতিগত বাধা নেই সিপিএমের ৷ সেই কারনেই কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতায় গেছে সিপিএম ৷ তারা ২৫ টি আসনে প্রাথীও দিয়েছে সিপিএম ৷ তাই পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যের অবিজেপি দলগুলিকে তিনি আহ্বান জানান এক হতে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *