BRAKING NEWS

লুধিয়ানায় লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত অন্তত ২৪

লুধিয়ানা, ২৬ এপ্রিল (হি.স.): ‘ইন্ডাস্ট্রিয়াল হাব’ হিসেবে পরিচিত লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হলেন অন্তত ২৪ জন শ্রমিক| আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন| বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে গিয়াসপুরের নিউ সম্রাট কলোনিতে অবস্থিত লেবার কোয়ার্টারে| সাত সকালে জোরালো বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে লেবার কোয়ার্টার সহ সংলগ্ন এলাকা| গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুন ধরে যায়| আগুনের লেলিহান শিখায় দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৪ জন শ্রমিক, তাঁদের মধ্যে বিল্ডিংয়ের মালিক অশোক কুমার যাদবের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| অশোকবাবুকে অগ্নিদগ্ধ অবস্থায় ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকি ২৩ জনকে লুধিয়ানা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে|
এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ২৪ জন হলেন, অশোক কুমার যাদব (বিল্ডিংয়ের মালিক), সুনীতা যাদব, পূজা কুমারী, কাজল, রাজ, শশী সিং, যশবন্ত সিং, রানি, অঞ্জু দেবী, মীনা রানি, শশীকান্ত পান্ডে, অনুপম পান্ডে, রাম নরেশ যাদব, কমলেশ দেবী এবং ধরমিন্দর|
ফোকাল পয়েন্ট পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার (এসএইচও) ইন্সপেক্টর অমনদীপ সিং ব্রার জানিয়েছেন, ঘড়ির কাঁটায় সকাল তখন সাতটা হবে, আচমকাই জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে নিউ সম্রাট কলোনিতে অবস্থিত লেবার কোয়ার্টার| ওই লেবার কোয়ার্টারের মালিক হলেন অশোক কুমার যাদব| জোরালো বিস্ফোরণের পরই আগুন ধরে যায়| গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময় শ্রমিকরা প্রত্যেকেই ঘুমিয়েছিলেন| ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন বিল্ডিংয়ের মালিক সহ অন্তত ২৪ জন শ্রমিক| প্রাথমিক তদন্তের পর পুলিশ কর্তারা জানতে পেরেছেন, লিকেজ হওয়ার কারণেই এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *