BRAKING NEWS

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা : স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তই বেকসুর খালাস

হায়দরাবাদ, ১৬ এপ্রিল (হি.স.): মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস হলেন সমস্ত অভিযুক্তই| সোমবার হায়দরাবাদের নামাপল্লি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত ১১ বছর আগের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তকে বেসকুর খালাস ঘোষণা করেছে| ২০০৭ সালের ১৮ মে শুক্রবারের নামাজ চলাকালীন বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদের আইকনিক চারমিনার| জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ন’জনের, এছাড়াও আহত হয়েছিলেন অন্তত ৫৮ জন|
প্রাথমিক পুলিশি তদন্তের পর এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হতো সিবিআই-এর হাতে| ২০১১ সালে তদন্ত হাতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| মোট ১০ অভিযুক্তের মধ্যে ধরা পড়েছিল মাত্র পাঁচজন| ধৃতেরা ছিলেন দেবেন্দ্র গুপ্তা, লোকেশ শর্মা, স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার, ভরত মোহনলাল রাতেশ্বর ওরফে ভরত ভাই এবং রাজেন্দ্র চৌধুরী| অপর দুই অভিযুক্ত হলেন, সন্দীপ ভি ডাঙ্গে এবং রামচন্দ্র| এছাড়াও সুনীল যোশী নামে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে| দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত অব্যাহত ছিল| সোমবার হায়দরাবাদের নামাপল্লি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালতে স্বস্তি পেলেন স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তই| ১১ বছর আগের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় স্বামী অসীমানন্দ সহ সমস্ত অভিযুক্তকে বেসকুর খালাস ঘোষণা করেছে আদালত|
মক্কা মসজিদ মামলায় সমস্ত অভিযুক্ত বেকসুর খালাস হওয়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রাক্তন ইউনিয়ন সচিব আর ভি এস মণি জানিয়েছেন, ‘এমনটাই প্রতাশ্যিত ছিল| সমস্ত সাক্ষ্যপ্রমাণ প্রকৌশলী ছিল| অন্যথায়, কোনও হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইঙ্গিত ছিল না|’ এনআইএ আদালতের রায় প্রসঙ্গে কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, ‘পুনরায় আবেদন করার প্রয়োজনীয়তা রয়েছে কি না, সেটা সরকারের বিবেচনা করা উচিত| এটি বিচার বিভাগীয় বিষয়, তাই আমি মন্তব্য করতে চাই না|’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *