BRAKING NEWS

ঝটিকা সফরে গিয়ে জিবি হাসপাতালের অব্যবস্থা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ আচমকা জি বি হাসপাতাল সফরে গিয়ে নানা অব্যবস্থা প্রত্যক্ষ করলেন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ সমস্ত অব্যবস্থা নিয়ে শনিবার বৈঠক করে সমাধান খঁুজে বের করবেন বলে জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, জি বি হাসপাতালের চিকিৎসা পরিষেবা সর্বোচ্চ মানে পৌছানোর সবরকম চেষ্টা করা হবে৷

শুক্রবার রাতে আচমকা স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তাকে নিয়ে জি বি হাসপাতাল সফরে যান স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীকে দেখে হাসপাতালের চিকিৎসাকর্মীরা কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন৷ হাসপাতালের ভর্তি রোগীরাও হতবাক হয়ে পড়েন৷

এদিন স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা পরিষেবার বিভিন্ন বিষয় নিয়ে খোজ খবর নেন৷ কারণ, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জি বি হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিভিন্ন বিষয়ে পরিষেবা শুধরানোর নির্দেশ দিয়ে গিয়েছিলেন৷ সেই নির্দেশ কতটা পালন হচ্ছে, এদিন তা প্রত্যক্ষ করেন স্বাস্থ্যমন্ত্রী৷ চিকিৎসক এবং নার্সদের কাছ থেকে এদিন স্বাস্থ্য মন্ত্রী চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয় জেনে নেন৷ পাশাপাশি সঠিক চিকিৎসা পরিষেবা দিতে সমস্যা কোথায় হচ্ছে তাও প্রত্যক্ষ করেন৷ এরই সাথে স্বাস্থ্যমন্ত্রী রোগী এবং রোগীর পরিবারের সাথেও কথা বলেন৷

এদিনের ঝটিকা সফর নিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জি বি হাসপাতালে চিকিৎসা পরিষেবায় নানা ত্রুটি বিচ্যুতি রয়েছে৷ রাজ্যে চিকিৎসক ঘাটতি রয়েছে তাও তিনি স্বীকার করেছেন৷ পাশাপাশি চিকিৎসা কর্মীদের ঘাটতির বিষয়টিও মেনে নিয়েছেন৷ তাঁর কথায়, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ঘাটতি থাকা সত্বেও হাসপাতালে সঠিক চিকিৎসা পরিষেবা দিতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে৷ চিকিৎসক এবং নার্সরাও দিনরাত খাটছেন৷ তবুও সন্তোষজনক চিকিৎসা পরিষেবা দেওয়া যাচ্ছে না৷ তাঁর বক্তব্য, চিকিৎসা পরিষেবায় বিভিন্ন সমস্যাগুলি তিনি প্রত্যক্ষ করেছেন৷ আগামীকাল স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে সেই সমস্ত সমস্যার সমাধানের পথ খঁুজে বের করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *