BRAKING NEWS

কাবেরি ইস্যুতে অনশনে বসল এআইএডিএমকে

চেন্নাই, ৩ এপ্রিল (হি.স.) : কাবেরি মেনেজমেন্ট বোর্ড গড়ার দাবিতে চেন্নাইয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচী গ্রহণ করল এআইএডিএমকে। তামিলনাডুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী এবং উপ-মুখ্যমন্ত্রী ও পান্নিরিসেলভম পুরোভাগে থেকে এই অনশন কর্মসূচীকে নেতৃত্ব দেন। কাবেরি ইস্যুতে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে আজ একই ইস্যুতে কোয়েম্বাটুরে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের তরফে । এমনকি দিল্লির সংসদেও এই একই ইস্যুতে সরব হয় এআইএডিএমকের সাংসদরা। অন্যদিকে ডিএমকের তরফ থেকে আজ চেন্নাইয়ে পথ অবরোধ করা হয়।
উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল একই ইস্যুতে ডিএমকে গোটা তামিলনাডুতে বনধের ডাক দিয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে দক্ষিণে কাবেরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *