BRAKING NEWS

অরুণাচলের তিন জেলা ও আট থানা এলাকায় আফসপা-র সময়সীমা বেড়েছে আরও ছয় মাস

ইটানগর (অরুণাচল প্রদেশ), ২ এপ্রিল, (হি.স.) : অরুণাচল প্রদেশের অসম সীমান্তঘেঁষা তিন জেলা এবং আটটি পুলিশ থানা এলাকায় আরও ছয় মাসের জন্য সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন বা আফসপা-র সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক জারিকৃত এক নোটিশে বলা হয়েছে, অসমের সীমান্তঘেঁষা তিরাপ, চাংলাং এবং লংডিং জেলা-সহ আটটি থানা এলাকা যথাক্রমে পশ্চিম কামেং জেলার বালেমু এবং ভালুকপুং, পূ্র্ব কামেং জেলার সেইজসা থানা, পাপুমপারে জেলার বালিজান থানা, নামসাই জেলার নামসাই এবং মহাদেবপুর থানা, লোয়ার দিবাংভ্যালি জেলার রোয়িং থানা এবং লোহিত জেলার সুনপুরা থানা এলাকাকে ‘উপদ্রুত’ অঞ্চল বলে বিবেচিত হওয়ায় আফসপা ১৯৫৮-এর সময়সীমা আরও ছয মাসের জন্য বাড়ানো হয়েছে। আর্মড ফোর্সের (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট বা আফসপা-র ধারা ৩-এর বলে এই সব অঞ্চলে আরও ছয় মাসের কার্যকাল বাড়ানো হয়েছে। গত বছরের ৩০ সেপ্টেম্বর এই আইন ছয় মাসের জন্য বাড়ানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি বদল না হওয়ায় ফের তার সময়সীমা বাড়াতে হয়েছে। নয়া নির্দেশ চলতি বছর (২০১৮) ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং বলবৎ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বলা হয়েছে নোটিশে।
এই আইনের বলে ‘উপদ্রুত’ অঞ্চল হিসেবে বিবেচিত নির্দিষ্ট এলাকায় বিভিন্ন অপারেশন এবং তালাশি অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীকে বিশেষ অধিকার এবং ক্ষমতা দেওয়া হয়েছে। তাছাড়া সন্দেহপ্রবণ এলাকা বা সন্দেহজনক ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করার ক্ষমতা প্রদান করা হয়েছে এই আইনে। এমন-কি মৃত্যুদণ্ড প্রয়োগও করতে পারবে নিরাপত্তা বাহিনী।
এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যের এই তিন জেলায় এনএসসিএন, আলফা (স্বাধীন), এনডিএফবি-সহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের গতিবিধি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *