BRAKING NEWS

সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে গ্রেফতার দুই শিক্ষকসহ তিন

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আর তিনজনকে দিল্লির ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা গ্রেফতার করলেন। ধৃতদের মধ্যে একজন কোচিং সেন্টারের মালিক এবং বাকি দুইজন হচ্ছে শিক্ষক।
পুলিশের তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, রিশব এবং রোহিত সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস করে তৌকির হাতে দেয়। সে পরে পরিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্রগুলি ছড়িয়ে দেয়।
পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে শিক্ষক প্রশ্নপত্রর পেকেট খুলে মোবাইল ক্যামেরায় ছবি তুলে ফরোয়াড করে দেয় কোচিংয়ের মালিকের কাছে। সিবিএসই-র প্রশ্নপত্র কাণ্ডে এখনও পর্যন্ত ৬০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাছাড়াও পড়ুয়া এবং শিক্ষকদের কাছ থেকে সব মিলিয়ে ৫০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর গুগলের তরফ থেকে ই-মেলটি যে পাঠিয়ে ছিল তার ঠিকানাও উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তল্লাশি চালানো হয়েছে দিল্লির ১০টি কোচিং সেন্টারে। এর আগে শনিবার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ঝাড়খণ্ডের চাত্রা থেকে ৩ কিশোরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ২ কিশোর বিহারের বাসিন্দা। এছাড়াও আটক করা হয়েছে আরও ৯ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *