BRAKING NEWS

মুখ্যমন্ত্রী হওয়া থেকে ইয়েদুরাপ্পাজিকে রুখতে চক্রান্ত করছে কংগ্রেস : অমিত শাহ

বেঙ্গালুরু, ৩১ মার্চ (হি.স.): লিঙ্গায়ত ভোটব্যাঙ্ক নিজেদের দখলে রাখতে উঠে পড়ে লেগেছে বিজেপি এবং কংগ্রেস। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের লিঙ্গায়ত সম্প্রদায় মানুষদের সংখ্যালঘু হিসেবে স্বীকৃত দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের শাসকদল কংগ্রেস। আর এই প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই প্রসঙ্গে তিনি বলেন, কর্ণাটককের মুখ্যমন্ত্রী হওয়া থেকে ইয়েদুরাপ্পাজিকে আটকানোর জন্য কৌশল গ্রহণ করা হয়েছে। তারা (কংগ্রেস সরকার) লিঙ্গায়ত ভোটের মেরুকরণ করতে চাইছে। কিন্তু লিঙ্গায়ত সম্প্রদায়ের মানুষেরা এই বিষয়ে সচেতন।
লিঙ্গায়তদের নিয়ে বিজেপি কি ভাবছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে এই বিষয়ে সিদ্ধান্তগ্রহণ করা হবে। পাশাপাশি কংগ্রেসকে দুর্নীতির প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন অমিত শাহ। লিঙ্গায়তের বিষয়টি তুলে রাজ্যের বর্তমান পরিস্থিতি থেকে নজর ঘোরাতে চাইছে কংগ্রেস।
প্রসঙ্গত, আগামী ১২ মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত কর্ণাটক হবে। দক্ষিণের এই রাজ্যটিকে দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। এর আগে কর্ণাটককে দক্ষিণের দরজা হিসেবে অভিহিত করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *