BRAKING NEWS

রাজ্যে রাজনৈতিক দুর্বৃত্তায়ণ এনেছে কমিউনিস্টরা, বিধানসভায় এন সি দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ ৷৷ এরাজ্যে রাজনৈতিক দূর্বৃত্তায়ণ এনেছে কমিউনিস্টরা৷ সন্ত্রাস ইস্যুতে বিরোধীদের এভাবেই বিঁধেছেন রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা৷ তাঁর কথায়, নির্বাচনোত্তর সন্ত্রাসের সংসৃকতি এরাজ্যে অতীতে ছিল না৷ কিন্তু, বাম আমল শুরু হতেই নির্বাচনোত্তর সন্ত্রাস হচ্ছে৷ তাই তিনি বিদ্রুপের সুরে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, এবার জনতার আদালতে আপনারা শাস্তি পেয়েছেন৷

মঙ্গলবার দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক বক্তব্য রাখতে গিয়ে এবং বিরোধীদের আনা সংশোধনীর বিরোধীতায় রাজস্ব মন্ত্রী বলেন, বিরোধীদের সংশোধনী রাজ্যপালের ভাষণের যুক্ত রাখার কোন যৌক্তিকতা নেই৷ সন্ত্রাস ইস্যুতে দৃষ্টি আকর্ষণীয় নোটিশ কিংবা উল্লেখপর্বে নোটিশের মাধ্যমে আলোচনা করা যেতেই পারে৷ তাঁর মতে, নির্বাচনোত্তর সন্ত্রাস একটি সাময়িক সমস্যা৷

এন সি দেববর্মার কথায়, এরাজ্যে রাজনৈতিক দূর্বৃত্তায়ণ কমিউনিস্টরাই এনেছে৷ পশ্চিমবঙ্গ, কেরালা থেকে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ণ আমদানি করা হয়েছে৷ কারণ, যেখানেই কমিউনিস্ট সেখানেই রাজনৈতিক দূর্বৃত্তায়ণ৷ তাঁর দাবি, অতীতে রাজ্যে এধরণের সংসৃকতি ছিল না৷ কিন্তু, বাম আমল থেকেই নির্বাচনোত্তর সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে৷ এমন কোন নির্বাচন যায়নি, যখন সন্ত্রাস হয়নি৷ নির্বাচনোত্তর সন্ত্রাসে মানুষ শুধু নন, গৃহপালিত পশুরাও রেহাই পায়নি৷ তাই, রাজ্যপালের ভাষণে নির্বাচনোত্তর সন্ত্রাস যুক্ত করার কোন যৌক্তিকতা নেই৷ তাঁর কথায়, রাজ্যপালের ভাষণের সাথে এই সংশোধনী সামঞ্জস্য নয়৷

এন সি দেববর্মার মতে, অপরাধ যারাই করেন, তাঁদের শাস্তি পেতেই হবে৷ বিরোধীদের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, এবার জনতার আদালতে আপনারা শাস্তি পেয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *