BRAKING NEWS

তুমুল বিক্ষোভের মুখে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির ইস্তফা, এডহক কমিটি গঠিত, নয়া কমিটিকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটি আজ তীব্র চাপের মুখে পদত্যাগ করেছে৷ গঠিত হয়েছে সাত

রবিবার আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সভাপতি সত্যব্রত চক্রবর্ত্তী ভাষণ দেয়ার সময় উপস্থিত সাংবাদিকরা বিক্ষোভ জানান৷ ছবি নিজস্ব৷

সদস্যক এডহক কমিটি৷ আগরতলা প্রেস ক্লাবের ইতিহাসে সম্ভবত এই প্রথম একটি নির্বাচিত পরিচালন কমিটি মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করেছে এবং নতুন এডহক কমিটির হাতে দায়িত্ব তুলে দিয়েছে৷

রবিবার সাধারণ সভায় প্রেস ক্লাবের পরিচালন কমিটি প্রচন্ড চাপের মুখে পড়ে৷ বিক্ষোভের মুখে সভা পরিচালনাই অসম্ভব হয়ে উঠে৷ প্রেস ক্লাবের সদস্যপদ নিয়েই তীব্র ক্ষোভ আছড়ে পড়ে এদিন৷ এই চাপের মুখে পরিচালন কমিটি পদত্যাগ করতে বাধ্য হন৷

আগরতলা প্রেস ক্লাবের নতুন এডহক কমিটির কনভেনার প্রণব সরকার আজ এক বিবৃতিতে জানান, রবিবার আগরতলা প্রেস ক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ এই সভাতে প্রেস ক্লাবের নির্বাচিত বর্তমান পরিচালন কমিটি ক্লাব পরিচালনার অসম্মতি প্রকাশ করেন এবং পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন৷ সভা তা গ্রহণ করে এবং ক্লাবের বর্তমান কাজ চালানোর জন্য সাত সদ্যক এডহক কমিটি গঠন করা হয়৷ কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রণব সরকারকে৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঃ বিশ্বেন্দু ভট্টাচার্য, নবেন্দু ভট্টাচার্য, দীপন্ত মজুমদার, কমল কলই, তপন মজুমদার এবং অরিন্দম দে৷ পরবর্তী পরিচালন কমিটির নির্বাচন না হওয়া পর্যন্ত এডহক কমিটি কাজ চালিয়ে যাবে৷ আজ প্রেস ক্লাবের আহ্বায়ক প্রণব সরকার এক বিবৃতিতে আরও জানান, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ক্লাবের নতুন এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ তিনি ক্লাব পরিচালনায় এই এডহক কমিটির সাফল্য কামনা করেছেন৷

বিবৃতিতে জানানো হয় যে, আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়৷ শতাধিক ক্লাব সদস্য ও কর্মরত সাংবাদিক সভায় যোগ দেন৷ প্রেস ক্লাব কার্যকরী কমিটির সভাপতি সত্যব্রত চক্রবর্তী, বরিষ্ঠ সদস্য স্রোতরঞ্জন খীসা ও চিত্রা রায়কে নিয়ে গঠিত সভাপতিমন্ডলীর পরিচালনায় সভার কাজ শুরু হয়৷ সভায় খুন হওয়া দুই সাংবাদিক প্রয়াত শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের স্মৃতিচারণ করে দু’মিনিট নীরবতা পালন করা হয়৷ সভার শুরুতে প্রেসক্লাবের সম্পাদক আর কে কল্যাণজিৎ সিংহ সম্পাদকীয় প্রতিবেদন ও গত অর্থবছরের হিসেব সভায় পেশ করেন৷ প্রতিবেদনের উপর আলোচনা করেন চিত্রা রায়, জয়ন্ত ভট্টাচার্য, দেবাশীষ মজুমদার, প্রণব সরকার, নবেন্দু ভট্টাচার্য ও বিশ্বেন্দু ভট্টাচার্য প্রমুখ৷ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সহ সভা সম্পাদকীয় প্রতিবেদন গ্রহণ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *