নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : গাড়ি দুর্ঘটনা কবলে পড়লেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। রবিবার সকালে গাড়ি করে দেহরাদূন থেকে দিল্লি যাওয়ার পথে একটি ট্রাক পর পর তিনটি গাড়িতে ধাক্কা মারে। তার মধ্যে শামির গাড়িও ছিল। দুর্ঘটনায় শামির মাথা ফেটে অাহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শামির মাথায় ১০টা সেলাই পড়েছে। যদিও চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তিনি দেহরাদূনে এক বন্ধুর বাড়িতে আছেন বলে জানা গিয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে শামি ও তাঁর স্ত্রীর সম্পর্কের টানাপড়েন চলছে। স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। তার মধ্যে শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটারও অভিযোগও তুলেছিলেন হাসিন। বিসিসিআই বিষয়টি নিয়ে তদন্তে নেমে বোর্ড শামিকে এই অভিযোগ থেকে ক্লিনচিট দেয়।
বোর্ডের ক্লিনচিট পাওয়ার পরই শামি আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে দিয়েছিলেন। গত দু’দিন ধরে তিনি দেহরাদূনের অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং প্র্যাকটিস করছিলেন। দিল্লি ডেয়ারডেভিলস-র হয়ে এবারের আইপিএলে খেলবেন শামি।
এদিন সকালে শামি দেহরাদূন থেকে গা়ড়ি চালিয়ে দিল্লি যাচ্ছিলেন ডেয়ারডেভিলস-এর অনুশীলনে যোগ দেওয়ার জন্য। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা আপাতত তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।