BRAKING NEWS

লালুর প্রাণ নিয়ে সংশয়, চাঞ্চল্যকর দাবি তেজস্বীর

পাটনা, ২৪ মার্চ (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যেভাবে চক্রান্ত করছে, তাতে আমি নিশ্চিত লালুজীর প্রাণ নিয়ে সংশয় রয়েছে| শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব| পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় (দুমকা কোষাগার মামলা) শনিবার ১৪ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে লালুর| পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে আরজেডি সুপ্রিমোকে| এ দিন লালুর সাজা প্রসঙ্গে তাঁর ছেলে তেজস্বী যাদবকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘এই আদেশের প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হবো আমরা|’ এরপরই ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে লালু-পুত্র বলেছেন, ‘বিজেপি যেভাবে চক্রান্ত করছে, তাতে আমি নিশ্চিত লালুজীর প্রাণ নিয়ে সংশয় রয়েছে|’ এদিকে, তেজস্বী যাদবের চাঞ্চল্যকর এই মন্তব্যের প্রেক্ষিতে বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়েছেন, ‘পুলিশ হেফাজতে বন্দী কোনও ব্যক্তির যদি প্রাণ নিয়ে সংশয় থাকে, তাহলে তাঁর উচিত আদালতে আবেদন করা| তাঁকে (লালু) কীসের হুমকি দেওয়া হচ্ছে? কেউ তো তাঁর সঙ্গে দেখা করতে পারে না, তাহলে কিসের বিপদ?’
দুমকা কোষাগার মামলায় ১৪ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে লালুর| রাঁচির বিশেষ সিবিআই আদালত সূত্রের খবর, আরসি৩৮এ/৯৬ মামলায় ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ৪৭৭ (এ) ধারায় ৭ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে লালুর| এছাড়াও পিসি আইনের ১৩ (২), ১৩ (১) (সি) (ডি) ধারায় ৭ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে লালুকে| বিশেষ সিবিআই আদালতের সাজা ঘোষণা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ‘আইন নিজের কাজ করেছে| এ বিষয়ে আমি কিছু বলতে চাই না| এটা কোনও দলের রায় নয়| যেমন কর্ম, তেমন ফল|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *