নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ দিল্লীতে পৃথক রাজ্যের আন্দোলন করেনি আইপিএফটি৷ বুধবার সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মাকে পাশে বসিয়ে একথা সাফ জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷
সম্প্রতি দিল্লীর যন্তর মন্তরে আইপিএফটির ব্যানারে পৃথক রাজ্যের দাবীতে ধর্ণা সংগঠিত করেছে উপজাতি যুবকদের একটি গোষ্ঠী৷ এই ধর্ণা কর্মসূচীতে পৃথক বড়োল্যান্ডের দাবীদাররাও ছিলেন৷ অভিন্ন ন্যুনতম কর্মসূচীর অন্তর্গত পৃথক রাজ্যের দাবীকে বাদ দিয়েই বিজেপির সাথে নির্বাচনী আঁতাত করেছিল আইপিএফটি৷ বিধানসভা নির্বাচনে বিজেপি- আইপিএফটি জোট বিরাট সাফল্যও পেয়েছে৷ কিন্তু, পৃথক রাজ্যের দাবী থেকে সরছে না আইপিএফটি, দলের সভাপতি এন সি দেববর্মা সেকথা সম্প্রতি জানিয়েছিলেন৷ এরই মাঝে উপজাতি যুবকদের পৃথক রাজ্যের দাবীতে দিল্লী অভিযান জোট রাজনীতিতে অস্থিরতা কায়েম করে৷ এদিন সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের উন্নয়নে কাজ শুরু হয়ে গিয়েছে৷ কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ ২৫টি একলব্য সুকল স্থাপনের অনুমোদন দিয়ে কেন্দ্রীয় সরকার প্রমাণ করেছে জনজাতিদের কল্যানে কোন ঘাটতি রাখা হবে না৷ মুখ্যমন্ত্রীর মতে, পৃথক রাজ্যের দাবী খতিয়ে দেখার জন্য মডালিটি কমিটি গঠন হওয়ার আগেই জনজাতিদের আর্থ সামাজিক ও ভাষা এবং কৃষ্টি সংসৃকতির উন্নয়নে কাজ শুরু হয়ে গিয়েছে৷ তাই পৃথক রাজ্যের প্রয়োজন হবে না৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা আইপিএফটি দিল্লী গিয়ে পৃথক রাজ্যের দাবীতে আন্দোলন করেনি৷ এদিন, পাশে বসে আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে কোন কথা বলেননি৷