মুম্বই, ১৯ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় বিষোদগার করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মধ্য মুম্বইয়ের শিবাজি পার্কের এক জনসভা থেকে মোদী মুক্ত ভারত গড়ার ডাক দিলেন রাজ ঠাকরে। এই বিষয়ে তিনি বলেন, গোটা দেশ নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের মিথ্যা প্রতিশ্রুতির কারণে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। তাই আমি সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে মোদী মুক্ত ভারত গড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভারত প্রথমবার স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে, দ্বিতীয় ১৯৭৭ সালে (জরুরী অবস্থা উত্তর নির্বাচনে) এবং ২০১৯ সালে যদি ‘মোদী মুক্ত’ হয় তবে তা ভারতের তৃতীয়ব স্বাধীনতা হবে।
পাশাপাশি নবনির্মাণ সেনা প্রধান দাবি করেন, স্বাধীনতার পরে নোটবন্দি হচ্ছে ভারতের সব থেকে বৃহদ দুর্নীতি। এই বিষয়ে তিনি বলেন, যদিও এর(নোটবন্দি) জন্য তদন্ত হয় তবে দেখা যাবে স্বাধীন ভারতের সব থেকে বড় দুর্নীতি হচ্ছে এই নোটবন্দি। অন্যদিকে মহারাষ্ট্রের খরা নিয়েও রাজ্য সরকারকে এক হাত নেন নবনির্মাণ সেনার প্রধান।