BRAKING NEWS

উদ্ধার সুরাটে খোয়া যাওয়া হীরে, ধৃত দুই

সুরাট (গুজরাট), ১৮ মার্চ (হি.স.): সুরাটে প্রকাশ্য হীরে লুট করার অপরাধে অভিযুক্ত ২ ব্যক্তিকে গ্রেফতার করল গুজরাট পুলিশ ও সুরাটের ক্রাইম ব্রাঞ্চের যৌথ তদন্তকারী দল। পুলিশ সূত্রে ধৃতদের পরিচয় জানা গিয়েছে। ধৃতদের নাম অরবিন্দ এবং মনিশ। অভিযুক্তরা উত্তরপ্রদেশের ফাইজাবাদ এবং আম্বেদকর নগরের বাসিন্দা। লুট হওয়া ২২০০ ক্যারটের হীরেও উদ্ধার করা গিয়েছে। গুজরাটের আনন্দ মহল এলাকা থেকে অরবিন্দর জামাইবাবুর বাড়ি থেকে ওই হীরে উদ্ধার করেছে পুলিশ।
এই বিষয়ে গুজরাট পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, একটি হীরে কারখানার কর্মীরা যখন হীরেগুলিকে সেফ ভোল্টে রাখার জন্য নিয়ে যাচ্ছিল তখনই হীরেগুলিকে লুট করে ওই দুই ব্যক্তি। এই কেসটিকে আমরা সমাধান করেছি এবং চুরি হওয়া হীরেগুলিকেও আমরা উদ্ধার করেছি।
প্রসঙ্গত যে হীরেগুলি চুরি হয়েছিল এবং পরে যা পুলিশ উদ্ধার করে বাজারে সেই হীরেগুলির মূল্য প্রায় ২০ কোটি টাকা। গত ১৪ মার্চ একটি হীরে কারখানার কর্মীরা যখন হীরেগুলিকে সেফ ভোল্টে রাখার জন্য নিয়ে যাচ্ছিল তখনই হীরেগুলিকে লুট করে ওই দুই ব্যক্তি। যা ঘিরে শুধু গুজরাটে নয় গোটা দেশে আলোড়নের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *