কটক, ১৮ মার্চ (হি.স.) : পেশাদারি আইনজীবীদের সমাজের প্রতি আরও দায়বদ্ধ থাকার অাবেদন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কটকে ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির তৃতীয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, “বঞ্চিত ও অসহায়দের পাশে দাঁড়ানো উচিত আইনজীবীদের। কারণ, অনেক সময়ই আইনি খরচ মেটানোর সামর্থ্য থাকে না তাঁদের।”
শনিবার কটকে ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি অারও বলেন, “এখন আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে আইনি সহায়তা বেশ প্রয়োজন। আইনি সহায়তার সুবিধা সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র আইনের পড়ুয়াদের পরামর্শ দেন। তিনি বলেন, দেশবাসীর যন্ত্রণা ও সামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে তবেই কোনও ন্যায়বিচারের সিদ্ধান্ত নেওয়া উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দ, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওড়িশার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতি বিনীত সরান সহ অন্যরা।