এনডিএ জোট ছাড়ল টিডিপি, উদ্বিগ্ন জেডিইউ নেতা কে সি ত্যাগি

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): এনডিএ জোট থেকে তেলুগু দেশম পার্টি (টিডিপি) সরে দাঁড়ানোয় উদ্বেগ প্রকাশ করলেন জেডিইউ নেতা কে সি ত্যাগি| শুক্রবার কে সি ত্যাগি জানিয়েছেন, ‘একটি বড় জোটে, মত পার্থক্য থাকেই| এনডিএ সরকারের কোনও বিপদ নেই| কিন্তু, টিডিপি-র এনডিএ জোট ছেড়ে যাওয়া দুর্ভাগ্যজনক|’ অন্ধ্রপ্রদেশের সঙ্গে অবিচার করেছে নরেন্দ্র মোদী সরকার| এই অভিযোগে, এনডিএ থেকে সমর্থণ তুলে নিয়েছে তেলুগু দেশম পার্টি (টিডিপি)|
এনডিএ জোট ছেড়ে টিডিপি বেরিয়ে আসায়, জেডিইউ নেতা কে সি ত্যাগি উদ্বেগ প্রকাশ করলেও অত্যন্ত খুশি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| শুক্রবার সকাল ৯.৫৬ মিনিট নাগাদ টুইট করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এনডিএ জোট থেকে বেরিয়ে আসায় টিডিপি-র সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি| বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার জন্য এই ধরনের পদক্ষেপই প্রয়োজন|’ এরপর সকাল ১০.০৭ মিনিট নাগাদ অপর একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি আমার অনুরোধ, অত্যাচার, অর্থনৈতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *