নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ চড়িলাম বিধানসভা কেন্দ্রে ভোট শেষে সারা রাজ্যে ভোটের হার গিয়ে দাঁড়িয়েছে ৯১.৫ শতাংশ৷ গতকাল শান্তিপূর্ণভাবে ১৯চড়িলাম (এস টি) বিধানসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে৷ এই কেন্দ্রে ভোট পড়েছে ৮০.৭৯ শতাংশ৷ এই কেন্দ্রের জন্য কোন পোষ্টাল ব্যালট ইস্যু হয়নি৷ তবে সার্ভিস ভোটার ছিলেন ১১৫ জন৷ আজ সন্ধ্যায় রাজ্য নির্বাচন দপ্তরের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানান, আগামী ১৫ মার্চ বিশালগড় এস ডি এম অফিসে চড়িলাম কেন্দ্রের ভোট গণনা করা হবে৷ শ্রীরাম তরুণীকান্তি জানান, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে সার্ভিস ভোটার ছিলেন ৬৫৮৫ জন৷ এর মধ্যে ১৭৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক ছাড়াও অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক তাপস রায়, দেবাশিষ বসু এবং দেবাশিষ মোদক উপস্থিত ছিলেন৷