BRAKING NEWS

ওঁরা মূর্তি ভাঙতে পারে, কিন্তু চিন্তাধারা ধবংস করতে পারবে না ঃ ইয়েচুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ ওঁরা মূর্তি ভাঙতে পারে, কিন্তু চিন্তাধারা ধবংস করতে পারবে না৷ অবশ্য, বিরোধী শূণ্য দেশ যে দল চাইছে,

রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ ছবি নিজস্ব৷

তাঁদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না৷ সন্ত্রাস কবলিত এলাকা সফর শেষে আগরতলায় পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে এভাবেই উষ্মা প্রকাশ করেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷

তাঁর কথায়, গণতান্ত্রিক রাষ্ট্রে সব দলের সমস্ত কিছুর উপর অধিকার রয়েছে৷  কিন্তু, নির্বাচনে জয়ী হওয়ার পর বিরোধী দলের কর্মী, সমর্থক এবং পার্টি অফিসগুলিতে আক্রমণ সম্পূর্ণ অগণতান্ত্রিক৷ নতুন সরকারের উচিৎ সন্ত্রাস বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান করা৷ এদিন, রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের জন্য সীতারাম ইয়েচুরি বিজেপিকেই বিঁধেছেন৷

দু’দিন ধরে রাজ্যে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ গতকাল তিনি সদরের বিভিন্ন সন্ত্রাস কবলিত স্থানে ঘোরাফেরা করেছেন৷ আজ তিনি দক্ষিণ ও গোমতি জেলা সফর করেছেন৷ সফর শেষে আগরতলায় সাংবাদিক সম্মেলনে ইয়েচুরি বলেন, ওই দুটি জেলায় বিভিন্ন স্থানে সন্ত্রাস হয়েছে৷ বহু পার্টি কর্মী বাড়িঘর ছেড়ে ভয়ে পালিয়েছেন৷ পার্টি অফিস, ট্রেড ইউনিয়নের অফিস, বেশ কয়েকজন দলীয় নেতার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে৷ বহু পার্টি অফিস দখল হয়ে গিয়েছে৷ তাঁর কথায়, সন্ত্রাসের সমস্ত ঘটনা পূর্ব পরিকল্পিত৷ বিজেপি চাইছে বিরোধী শূণ্য রাজ্য৷ তাঁর কটাক্ষ, মূর্তি ভাঙতেই পারে, কিন্তু চিন্তাধারা ধবংস করা সম্ভব নয়৷ তেমনি এই রাজ্যে বিরোধী শূণ্য করে দেওয়াও সম্ভব নয়৷

ইয়েচুরির কথায়, সন্ত্রাসের ঘটনার দায় রাজ্য সরকারকেই নিতে হবে৷ তাই তিনি সিপিএমের পক্ষ থেকে কয়েকটি দাবি রাজ্য সরকারের কাছে রেখেছেন৷ তাঁর দাবি, অবিলম্বে হামলা হুজ্জুতি বন্ধে ব্যবস্থা নিতে হবে, যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন, তোল্লা আদায় বন্ধ এবং সমস্ত দখল করা পার্টি অফিসগুলি দখলমুক্ত করতে হবে৷

ইয়েচুরি মনে করেন, সন্ত্রাসের সমস্ত অগণতান্ত্রিক৷ তাই নতুন সরকারকে সমস্ত দায় নিতেই হবে৷ তা মেনে সিপিএমের সকল দাবিও পূরণ করতে হবে৷

তাঁর কথায়, সন্ত্রাসের সমস্ত ঘটনাগুলি সংসদে তোলা হবে৷ এমনকি বিষয়টি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিতেও নেওয়া হবে৷ সাথে যোগ করেন, মূর্তি ভাঙার ঘটনা নিম্ন মানসিকতার পরিচয়৷ সারা দেশে এমন সব ঘটনারই তীব্র ভাষায় নিন্দা জানাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *