BRAKING NEWS

কৃষদের আংশিক দাবি মেনে নিল মহারাষ্ট্র সরকার, আন্দোলন প্রত্যাহার

মুম্বই, ১২ মার্চ (হি.স.) : দীর্ঘ পথ পেড়িয়ে জয় পেলেন মহারাষ্ট্রের কৃষকরা | সোমবার নাসিক থেকে মুম্বই বিধানসভা পর্যন্ত লঙমার্চে হাঁটা কৃষক ও আদিবাসী প্রতিনিধিদের আংশিক দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ৷ ৬ মাসের মধ্যে কৃষকদের নামে জমি হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী । সরকারের প্রতিশ্রুতিতে সম্মান দিয়ে আন্দোলন প্রত্যাহার করলেন কৃষকরা।
কৃষক সভার দাবিকে স্বীকৃতি দিল মহারাষ্ট্র সরকার। মকুব হল ঋণ। সোমবার নাসিক থেকে মুম্বই বিধানসভা পর্যন্ত লঙমার্চে হাঁটা কৃষক ও আদিবাসী প্রতিনিধিদের দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ৷ ৬ মাসের মধ্যে কৃষকদের নামে জমি হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী । হস্তান্তর প্রক্রিয়া দ্রুত কার্যকর করতে ছয় সদস্যের কমিটি গঠন করে দিলেন ফড়নবিশ। সোমবার রাজ্য বিধানসভায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ফড়নবীশ বলেন, প্রথম দিন থেকেই কৃষকদের দাবি দাওয়া নিয়ে আলোচনা চলছে। আমরা তাঁদের সব দাবি শুনেছি। এবং যাবতীয় অভিযোগ দূর করার চেষ্টা চালিয়ে যাব।
এদিকে সরকারের প্রতিশ্রুতিতে সম্মান দিয়ে আন্দোলন প্রত্যাহার করলেন কৃষকরা। তবে আন্না হাজারে জানিয়ে দিলেন যতদিন না হাতেনাতে ফল পাচ্ছেন কৃষকরা ততদিন জিইয়ে রাখবেন আন্দোলন।
কৃষকদের ঋণ মকুব, ফসলের দাম বাড়ানো ছাড়াও শিলাবৃষ্টি ও পতঙ্গের উৎপাতের ফলে ফসল নষ্ট হওয়ায় একরপ্রতি ৪০ হাজার টাকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে কৃষক সভা। এছাড়া বনজ সম্পদ অধিকার আইন কার্যকর করারও দাবি জানানো হয়েছে। এই দাবিগুলি আদায় করার লক্ষ্যেই সিপিএমের কৃষকসভার ডাকে মহারাষ্ট্রের বিধানসভা ভবন ঘেরা করতে গত ৬ মার্চ নাসিক থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হন কাতারে কাতারে মানুষ। রবিবারই কমপক্ষে ৩০ হাজার কৃষক বাণিজ নগরীতে এসে পৌঁছান । এরপর গভীর রাত থেকে ফের হাঁটা শুরু করে সোমবার ভোরেই আজাদ ময়দান থেকে বিধানসভা পৌঁছান । ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছে গিয়েছে পর্যন্ত লঙমার্চে হাঁটা কৃষক ও আদিবাসী প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ৷ তাঁদের দাবি-দাওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। আগেই ফড়নবীশ জানিয়েছেন তিনি এই লঙমার্চে হাটা কৃষকদের দাবির প্রতি ইতিবাচক বলে জানিয়েছেন৷
মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন বলেছেন, ‘আমার মনে হয় কৃষকদের দাবিগুলির ৮০ থেকে ৯০ শতাংশ পূরণ করা হবে। ঋণ মকুব সহ বিভিন্ন দাবি পূরণ করার বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি। যে দাবিগুলি পূরণ করা হবে, সেগুলির বিষয়ে লিখিত আশ্বাস দেওয়া হবে।’
কিষাণ সভার এই আন্দোলনকে সমর্থন করছে বিরোধী দলগুলি। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে তথা যুব সেনার প্রধান আদিত্য ঠাকরে কৃষকদের সঙ্গে দেখা করে তাঁদের দাবির কথা শোনেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেও কিষাণ সভার এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস, আম আদমি পার্টিও এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সোমবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ কাছে আর্জি জানান, কোনও রকম অহংবোধ সরিয়ে রেখে যেন এদের দাবি গুলি গ্রহণ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *