BRAKING NEWS

সময়ের কাজ সময়ে শেষ করতে অফিসার কর্মচারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, রাজ্যে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সপ্তম পে কমিশন, বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ ইনিংসের শুরুতেই মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার৷ ছবি নিজস্ব৷

সপ্তম বেতন কমিশন নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য এই খবর সুখের হলেও, সাথে মুখ্যমন্ত্রীর সমস্ত সরকারী কর্মচারী ও শিক্ষকদের কর্মসংসৃকতি আরও সুদৃঢ় করতে কড়া বার্তা দেন৷ তাঁর কথায় সরকারী কাজের দায়িত্ব সঠিক ভাবে পালন করুন৷ দিনের কাজ দিনেই সমাপ্ত করুন৷ তাতে, ধারনা করা হচ্ছে আর্থিক দিক দিয়ে কর্মচারীদের তুষ্ট করে প্রতিশ্রুতি পূরণের সুযোগ হারাতে চাইছে না নতুন সরকার৷ একই সাথে কর্মচারীদের কোনও ধরনের উদাসীনতা বরদাস্ত করা হবে না, তাও এদিন মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন৷

শনিবার দুপুর ১২টায় নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক বসে৷ দীর্ঘ সময় বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, সরকারি কাজের দায়িত্ব সকলকেই সঠিক ভাবে পালন করতে হবে৷ এর জন্য সঠিক সময়ে অফিসে আসতে হবে৷ তাঁর কথায়, দিনের কাজ দিনেই শেষ করতে হবে৷ সেই কাজ কোনও ভাবেই ফেলে রাখা চলবে না৷

মুখ্যমন্ত্রীর মতে, কর্মসংসৃকতি নেই এমনটা বলছি না৷ কিন্তু, বর্তমান কর্মসংসৃকতি আগামী দিনে আরও সুদৃঢ় করতে হবে৷ তাঁর কথায়, কর্মচারীরা জনগনের কাজ করেন৷ তাই তিনি সমস্ত আধিকারীকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দায়িত্ব সঠিক সময়ে অফিসে আসা৷ সাথে সময়ের কাজ সময়ের মধ্যেই সমাপ্ত করা৷ মুখ্যমন্ত্রী এদিন অভয় দিয়ে বলেন, কোনও অসুবিধা হলে সরাসরি আমাকে ফোন করুন৷ নালিশ জানাতে নয়, যে কোনও অসুবিধা বোধ হলেই আমার কাছে আসুন৷

এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয় গুলি জানান কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তিনি বলেন, আজ মন্ত্রিসভার বৈঠক মূলত ভিশন ডকুমেন্ট রূপায়নের বিষয়ে আলোচনা হয়েছে৷ বৈঠকে সপ্তম বেতন কমিশন নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, এবিষয়ে বিস্তারিত আর কিছুই জানাতে চান নি তিনি৷ তাঁর কথায় চড়িলামে নির্বাচন রয়েছে৷ ফলে, আদর্শ আচরন বিধির কারণে সপ্তম বেতন কমিশন নিয়ে বিস্তারিত কিছুই জানানো আপতত সম্ভব নয়৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের নবনির্বাচিত সরকার দ্বেষ কিংবা বিদ্বেষ নিয়ে কোন কাজ করবে না৷ রাজ্যে জনগনের সুরক্ষার জন্য যা যা করার প্রয়োজন তার সবটাই সরকার দায়িত্ব সহকারে করবে৷ তাঁর কথায়,  গণতন্ত্রের চারটি স্তম্ভ যদি ঠিকঠিক ভাবে একসাথে চলে তবেই রাজ্যের সার্বিক উন্নয়ন হবে৷ এজন্য তিনি সকলের একান্ত সহযোগিতা কামনা করেন৷

এদিন মুখ্যমন্ত্রী সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় রাজ্যবাসীকে সাধুভাত জানান৷ এছাড়া তিনি নির্বাচনের কাজে নিযুক্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, ত্রিপুরা পুলিশ, টিএসআর, সরকারি কর্মচারী, সাধারণ প্রশাসন ও রাজ্য নির্বাচন দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন৷

এদিকে আজ সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহাকরণে উপস্থিত হলে মহাকরণ কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়৷ মুখ্যমন্ত্রীকে তাঁর অফিস কক্ষে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন ও প্রধান সচিব এল কে গুপ্তা৷ উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও মহাকরণে এসে তাঁদের নিজ নিজ কক্ষে বসেন৷ উপ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কক্ষে এসে শুভেচ্ছা বিনিময় করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *