নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ আগামী ২৩ মার্চ বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হবে৷ শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মূলত, ভোট অন অ্যাকাউন্ট পেশ করার জন্যই বিধানসভা অধিবেশন বসছে৷ কারণ এই মুুহুর্তে নতুন সরকারের পক্ষে পূণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হচ্ছে না৷ তাই, চলতি অর্থবছরেই ভোট অন অ্যাকাউন্ট পাশ করিয়ে নিতে চাইছে রাজ্য সরকার৷
এদিকে, ইংরেজি বছরের প্রথম অধিবেশন হওয়ায় আগামী ২৩ মার্চ প্রথা অনুযায়ি রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভা অধিবেশনের সূচনা হবে৷ এরপর অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মণ বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন৷