BRAKING NEWS

নোট বাতিল নিয়ে রাহুলের মন্তব্যের কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, ১১ মার্চ (হি.স.): নোট বাতিল নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন গোরক্ষপুর লোকসভা উপনির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেস সভাপতির কড়া নিন্দা করে বলেন, জনগণ তার আবেদনকে প্রত্যাখান করেছে। তিনি যেখানেই যান সেখানেই কংগ্রেসের ক্ষয় হয়েছে। তার নেতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার জন্যই কংগ্রেসের আজ এই দশা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মালেশিয়ায় প্রবাসী ভারতীয়দের সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নোট বাতিলের কড়া সমালোচনা করে বলেছিলেন, ‘আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আর আমায় যদি কেউ নোট বাতিল লেখা কোনও ফাইল দিত তবে আমি তা ডাস্টবিনে ফেলে দিতাম।’ রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
২০১৬ সালে ৫০০ এবং ১০০০ টাকা নোট বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরেই গোটা দেশজুড়ে কংগ্রেসসহ অবিজেপি এবং অএনডিএ দলগুলি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। কিন্তু ভোটের ময়দানে বিজেপির বিজয় রথ এখনও অব্যহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *