কোহিমা, ২ মার্চ (হি.স.): নাগাল্যান্ডের ৯টি বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে শুক্রবার পুনরায় ভোটগ্রহণ হচ্ছে। শুক্রবার সকাল ৭টা থেকে ভোটদান পর্ব শুরু হয়েছে। ভোটদান পর্ব চলবে বিকেল ৩টে পর্যন্ত। তামুল, পেরেন, কোহিমা টাউন, চিজ়ামা, ফেক, মেলুরি, তিজ়িট, পুংগ্রো-কিফিরি ও লিয়োংঘিম-চারে এই ৯টি কেন্দ্রের ১১টি বুথে পুনরায় ভোটগ্রহণ চলছে শুক্রবার সকাল থেকে। নাগাল্যান্ডের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৯টিতে ভোট হয় গত ২৭ ফেব্রুয়ারি। ফল ঘোষণা হবে ৩ মার্চ।
গত ২৭ ফেব্রুয়ারি ভোটের দিন সকালে তিজ়িটের একটি বুথে বোমা ফেটে জখম হয়েছিলেন একজন। নাগাল্যান্ডের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) ইতিমধ্যে জানিয়েছেন, শুক্রবার নাগাল্যান্ডের ৯টি বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে পুনরায় ভোটদান পর্ব চলবে| ভোটদান পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে|