BRAKING NEWS

বেতন বাড়ল রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির, বাজেট বক্তৃতায় ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): বেতন বাড়ানো হল রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও সমস্ত রাজ্যের রাজ্যপালদের| বাজেট বক্তৃতায় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বৃহস্পতিবার নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছেন, রাষ্ট্রপতির বেতন বেড়ে হবে ৫ লাখ টাকা, উপ-রাষ্ট্রপতি পাবেন ৪ লাখ টাকা এবং সমস্ত রাজ্যের রাজ্যপাল পাবেন ৩.৫ লাখ টাকা প্রতি মাসে|
সাংসদদের বেতন বাড়ানো নিয়ে বারবার সমালোচনার ঝড় উঠেছে| কারণ, সাংসদরা নিজেরাই নিজেদের মাইনে বাড়িয়ে নিতে পারেন| অর্থমন্ত্রী সেই ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাব করলেন| সাংসদদের লাগামছাড়া বেতন এবং অন্যান্য ভাতা নিয়ন্ত্রণে উদ্যোগি হয়ে কেন্দ্রের তরফে জানানো হল, সাংসদদের বেতন এবং অন্যান্য ভাতা ১ এপ্রিল ২০১৮ থেকে বদলাচ্ছে| নতুন আইন আসছে| সাংসদদের মাইনে পাঁচ বছর অন্তর সংশোধিত হবে এবং মুদ্রাস্ফীতির হার অনুযায়ী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *