নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ ভোটে জিততে প্রচুর টাকা খরচ করবে বিজেপি, নির্বাচন কমিশনে এই গুরুতর অভিযোগ এনেছে সিপিএম৷ এদিকে, আসন্ন নির্বাচনেও রিগিং করে জয়ী হতে চাইছে শাসক দল সিপিএম, নির্বাচন কমিশনে এই অভিযোগ জানিয়েছে বিজেপি৷ শনিবার ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সাথে সাক্ষাৎ করে একে অপরকে এইভাবেই বিঁধেছে সিপিএম ও বিজেপি৷
এদিন সিপিএম রাজ্য কমিটি ডেপুটি নির্বাচন কমিশনারের কাছে এক মেমোরেন্ডামে জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির অর্থের অপব্যবহার নিয়ে সিপিএম খুবই উদ্বিগ্ণ৷ নগদ অর্থ দিয়ে কিংবা দামি সামগ্রী বিতরণ করে জনগণের সত্যিকারের রায় প্রকাশ ব্যহত করবে বিজেপি, সিপিএম এই আশঙ্কা করছে৷ কারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলির ব্যয় করার কোন নির্দিষ্ট সীমা নেই৷ প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রমাণিত বর্তমানে দেশের সবচেয়ে ধনি রাজনৈতিক দল বিজেপি৷ তাই আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলে বিজেপি প্রচুর অর্থ খরচ করবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর নজরদারির দাবি সিপিএম জানিয়েছে৷
পাশাপাশি, জোটসঙ্গী আইপিএফটিকে সাথে নিয়ে বিজেপি উপজাতি এলাকায় বাঙালী বিদ্বেষী প্রচার চালিয়েছে বলেও কমিশনের কাছে নালিশ জানিয়েছে সিপিএম৷ তাদের বক্তব্য, পৃথক দাবিকে সামনে রেখেই এই প্রচার চালানো হচ্ছে৷ এরই সাথে সিপিএম পার্টি অফিস এবং কর্মীদের উপর আক্রমণের বিষয়গুলিও নির্বাচন কমিশনের গোচরে নিয়েছে শাসক দল৷ অভিযোগে বলা হয়েছে, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সিপিএমের পার্টি অফিসে এবং কর্মীদের উপর বিজেপি ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে৷ তাতে বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক আহত হয়েছেন৷ পাশাপাশি সিপিএম পার্টি ও মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নানা কুৎসামূলক প্রচার করা হচ্ছে বলেও কমিশনের কাছে নাশিল জানিয়েছে শাসক দল৷
এদিন, সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, আজ সকালে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সাথে দেখা করে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তাঁকে অবগত করানো হয়েছে৷ বিগত নির্বাচনগুলিতে শাসক দল রিগিং করে জয়ী হয়েছে, এই অভিযোগ এনে আসন্ন নির্বাচনেও একই পন্থা অবলম্বন করবে সিপিএম এই আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি৷ প্রযুক্তিকে ব্যবহার করে রিগিং বন্ধ করার আবেদন কমিশনের কাছে জানিয়েছে দল, জানান সুনীল দেওধর৷ পাশাপাশি সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের হুমকি দেওয়া ভাষণ সম্পর্কে কমিশনে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে৷ শ্রীদেওধর বলেন, নির্বাচন ভয়মুক্ত পরিবেশে হোক, সেই আবেদন কমিশনের কাছে জানানো হয়েছে৷ শুধু তাই নয়, কর্মচারীদের কাছ থেকে শাসক দল যেভাবে চাঁদা সংগ্রহ করছে সেই বিষয়েও কমিশনকে অবগত করা হয়েছে৷ এদিন দেওধর বলেন, নির্বাচনে রিগিং সম্পর্কে সবিস্তারে কমিশনকে জানানো হয়েছে৷ সমস্ত খঁুটিনাটি বিষয় উল্লেখ করে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে৷ তিনি জানান, কমিশন রিগিং বন্ধে সব ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে৷